প্রতিদিন
একখান সহজ গণিত বুঝাইতাম চাই বন্ধুগণ। বঙ্গের ইতিহাসে সব থিকা গুরুত্বের সময়গুলোর একটি হল ১৯৫২ সাল। ভাষার লাইগ্যা প্রাণ দিলাম আমরা। এই ভূখণ্ডে পৃথক আত্মপরিচয়ের রাজনৈতিক প্রকাশ বায়ান্ন। তারো ১৯ বছর পর আসলো ১৯৭১ সাল।
পাক শোষনের বিরুদ্ধে গর্জে উঠলাম আবার। দেশের জন্য প্রাণ দিলাম। তারপরে আরো ১৯ বছর পর। এলো ১৯৯০ সাল। গণতন্ত্রের জন্য প্রাণ দিলাম আমরা।
মনে কইরা দেখেন, তারো ১৯ বছর পর। ২০০৯ সাল। বিডিআর বিদ্রোহ। ইটা কি হইল? কেউ কেউ কইতাসেন, আমরা আবার স্বাধীনতা হারাইলাম। গুড।
এটেনশন ২০২৮ সাল। আরো ১৯ বচ্ছর পর। তখন কি হইবো? এক বন্ধু কয়, ২০২৮ সালে দেশ স্বাধীন হইবো ভারত থেইকা। গণিত দুর্দান্ত জিনিস। হোপফুলি উই কেন মিট এট টু থাউজেণ্ড টুয়েন্টি এইট।
এক নতুন বঙ্গে। ফ্রি ফ্রম দ্য ক্লাচেস অব ইণ্ডিয়া। চিয়ার্স।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।