সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।
কেউ কেউ আছেন যার সৎলোকের শাসন চান।
আচ্ছা, এমনটি করা যায় না যে, যারা শাসনে আছেন তারা যেন সৎ হয়ে যান?
আমারতো মনে হয় এটিই সহজতম প্রক্রিয়া সুশাসন প্রতিষ্ঠার।
অতীতে কিবা বর্তমানে ক্ষমতার ভাগ নেয়া ও বাড়তি সুযোগ-সুবিধা ভোগের অভিপ্রায় ছাড়া কেউ কি কখনো শাসক গোষ্ঠির কাছে গিয়েছে, পরিশুদ্ধ হওয়ার আমন্ত্রন নিয়ে? বন্ধুত্বের ও সহোযোগিতার হাত বাড়িয়ে? শত্রু, প্রতিদ্বন্ধী বা সমালোচক নয় ভাইয়ের প্রতি ভাইয়ের কল্যানময় ভালোবাসা নিয়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।