তাশফী মাহমুদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দলের নেতাদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী গণভবনে রমজানের পঞ্চম ও সপ্তম দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবীদের সঙ্গে ইফতার করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার আজ রোববার বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সংসদ ভবন কার্যালয়ে তাঁর একান্ত সচিব সালেহ আহমেদের কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন। খবর বাসস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এতিম, প্রতিবন্ধী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম ওলামাদের সঙ্গে পয়লা রমজানে ইফতার করবেন। এ ছাড়া তিনি পবিত্র রমজানের তৃতীয় দিনে বিচারক, বিদেশি কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মাহাবুবুল হক শাকিল আজ এ কথা জানান।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।