সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
যদি তোমার হাতে একটু সময় থাকে,
তবে শেষ রাতে এসো।
সে সময় যেন আকাশে চাঁদ থাকে,
জোছনায় মৌ মৌ করে চারিদিক।
বিদ্যুৎ ছাড়া যেন দেখতে পাই তোমাকে,
যদি তোমার হাতে একটু সময় থাকে,
তবে কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় এসো।
যখন দেখবে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে,
তখন ভেবে নিয়ো
আমি তোমার অপেক্ষায় আছি।
আমি দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়,
তুমি যখন আসবে
দু'হাত বাড়িয়ে তোমার সাথে আলিঙ্গন করবো।
তুমি এক সময় আমাকে বলতে
আমার হাত দুটি ধরে বৃষ্টিতে ভেজার অনেক ইচ্ছে তোমার।
যদি তোমার হাতে একটু সময় থাকে
তবে আমার মৃত্যুর আগে একবার এসো।
বাকরুদ্ধ হয়ে তোমাকে ছুঁয়ে দেখতে পারি।
যদি তোমার হাতে সময় থাকে,
তবে আমার জীবনের বিদায় বেলায় এসো...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।