আমাদের কথা খুঁজে নিন

   

= জানালার পাশে

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

আরটিএনএন থেকে কবিতাটি পড়ুন Click This Link একখানা জানালার পাশে প্রশান্ত পৃথিবী নুয়ে আছে ঝুলে আছে কার্ণিশের কাছে দিনের ক্লান্তিগুলো, আমার দু'চোখ খুঁজে ফেরে সন্ধ্যাতারার আলো। দিবসের লেনাদেনারা সব ঝিমিয়ে পড়েছে পাংসে হয়ে উঠেছে পণ্যেরা রদ্দুরে, শরীরগুলো শ্রমে ঘামে কোলাহলে নিঝুমের সন্ধানে উদোম গায়ের টোকাইদের সাথে দাঁড়কাক সারাদিনের 'নাড়ি প্রশান্তি'-লড়াই যখন স্তিমিত, বাতাসেরা নগরের নানা প্রান্তের হাসি আনন্দ হতাশা ব্যর্থতা আর দীর্ঘশ্বাসগুলো জড়ো করে ছুটে চলে বঙ্গোপসাগরের পানে অথবা হিমালয়-চেরাপুঞ্জির দেশে, খানিক দাঁড়ায় এসে এই কার্ণিশে একখানা জানালার পাশে। তুমি-আমি বসে থাকি যখন সন্ধ্যা নামে মিশে যাই দিবসের সাথে ধরনীর সাথে নানা গন্ধের হাসি বেদনার সাথে, এভাবেই হয়ে উঠি গদ্যময় এই পৃথিবীতে দু'জনে মিশে একখানা আদিম পদ্য; আকাংখার চিরন্তনী কাব্য আশ্বাসে একখানা জানালার পাশে...। ১০ এপ্রিল ২০০৯ ঢাকা, বাংলাদেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।