জলে ভেজা কাগজ যেন আমার এই জীবন,
না কেউ লেখে,না কেউ করে অগ্নি সংযোজন।
অবহেলায়, অনাদরে স্থবির ভুলুন্ঠিত,
ভার উঠাবার প্রশ্নে যেন পবনও কুন্ঠিত।
প্রখর রোদে হাওয়ার ঝোকে শুস্ক হলে পরে,
বন্ধু মেঘের অভিবাদন বৃষ্টি হয়ে ঝরে।
শুষ্ক যদি হই কদাচিৎ প্রকৃতির করুণায়,
কর্দমাক্ত নোংরা বর্জ্যে দৃষ্টি কে ফেরায়!
ভাবনা জাগে বন্ধু হবে দখিনা সমীরণ,
উড়িয়ে নেবে যত্রতত্র হাওয়ায় সন্তরন।
বিচূর্ণ হয় অভিলাষা পথিক পদতলে,
দলিত-মথিত-অব্যবহৃত জগত রোষানলে।
হর্ষ বিষাদে পূর্ণ গল্প লেখা যত এই বুকে,
অপ্রকাশিত অদ্য অবধি শত বৈরিতা মুখে।
ছিলাম কভু বাঁধাই করা বইয়ের পাতা হয়ে,
পড়তো আমায় পাঠক যতন ভক্তি সমন্বয়ে।
ছিন্ন হয়ে ভিন্ন বেশে দৈন্য পরিণতি,
না কেউ ভাবে আপন আমায় না দেয় সহানুভূতি।
জীবনে প্রাণের ছন্দ তবে কি ফিরবে না কোন কালে?
কোন সযত্ন কোমল হাতের স্পর্শ ইন্দ্রজালে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।