আমাদের কথা খুঁজে নিন

   

অনেকগুলো PDF ফাইলকে একটি করে ফেলুন এক নিমিষেই।

সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম। আশা করি বুঝে ফেলেছেন আজ কি নিয়ে পোস্ট করতেছি। আমাদের অনেক সময় দরকার হয় যে কতগুলো pdf ফাইলকে একত্র করে একটি করে ফেলতে, যেমন ধরুন আপনার কাছে ফ্রিলান্সিংইয়ের উপর একটি pdf বুক আছে, কিন্তু ওটা ৪ খণ্ডে ভাগ করা, এখন আপনি যদি চান ঐ ৪ খণ্ডকে একটি করে ফেলতে, তাহলে আপনার এই সফটওয়ারটি দরকার, ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে, এবং ইন্সটল করে ফেলুন। এবার সফটওয়ারটি ওপেন করুন, নিচের মত দেখবেন.............................. এবার আপনি add file.. এ ক্লিক করে ঐ ৪ খণ্ড pdf কে সিলেক্ট করুন, নিচের মত দেখবেন...... এখানে আমি আমি দুটি ফাইলকে একত্র করে দেখাচ্ছি, নীল দাগ দেওয়া এরও গুলোতে ক্লিক করে আপনি কোন ফাইলটি আগে রাখবেন এবং কোন ফাইলটি পরে রাখবেন তা নির্ণয় করে দিন, তারপর bind এ ক্লিক করুন, এবং সর্বশেষ নতুন একটি নাম দিয়ে যেখানে ফাইলটি রাখতে চান তা দিখিয়ে দিয়ে সেভ করে ফেলুন। ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনি ৪ খণ্ডের বুকগুলোকে একটি বুকে রুপান্তর পেয়ে যাবেন। তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভাল লাগলে অবশ্যই জানাবেন.................................
এই রকম আরও চরম কিছু পোস্ট আমার ব্লগে...............।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.