ফুল কিনি , মঝে মাঝেই কিনি । তবে স্পেশাল কাউকে দিব বলে কেনা হয় নি এখনো । হয়তো ফুল হাতে থেকেই নষ্ট করে ফেলি, বা পিচ্চি বাচ্চা তাকিয়ে থাকলে দিয়ে দিই , চলতি পথে বাসে বসে ফুল কিনেছি , সে গুলো বেশির বাগই দেখা গেছে বাসেই ফেলে রেখেছি । একজন ছেলে ফুল হাতে নিয়ে বেড়ালে মানুষ ফেল ফেল করে তাকিয়ে থাকে , মেয়ারাও বাকা চখে দেখে ।
আজকেও ফুল কিনে বাসায় এলাম , রজনীগন্ধা ।
টেবিলে রেখেছি , পানির বোতলে ভিজিয়ে , সুবাশ এসে অন্যরকম অনুভুতি দুলা দিচ্ছে রুমে । শুখিয়ে যাবে , রুম মেট টেবিল পরিষ্কার করবে এবং বকবে । কারন হল, ফুল শুখিয়ে গেলেও আমি ফেলে দিতে পারিনা ।
আচ্ছা, ফুল নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করছি ,
এইতো কয়েকদিন আগে বইমেলাতে প্যান্ডেলের নিচে বসে আছি । ছয় সাত বছের এক পিচ্চি ফুল নিবেন নিবেন বলে বেড়াচ্ছে ।
আমি একা দেখে আমাকে না দেখার বান করেই চলে যাচ্ছিল , আমি ডেকে থামিয়ে ফুল কিনলাম, কেমন লাভ হয় জিগাইলাম । যাবার সময় আমাকে যা বলে গেল তার জন্য আমি পস্তুত ছিলাম না, মিস্টি কন্ঠে বলে গেল , থ্যাংকিউ ! আমি একটু হাসি দিলাম , বাট ওয়েলকাম বলতে পারিনি ।
আমি ফুল হাতে একা বসে আছি , ১ ঘন্টা পর Nazmul Hossain এলো, অকে ফুল দিয়ে দিলাম , পেয়ে খুশি হল। ফুল রেখে ভিভিন্ন পোজে আমারা ফটো তুলছি, মাঝেই ফুলটি আমাদের বয়সের এক ছেলে নিয়ে নিল । নাজমুল ফুল ফেরত চাইলো না।
একটু পরেই দেখি সেই ফুলটাই সুন্দর এক রমনীর পাশে দাঁড়িয়ে থাকা এক পিচ্চির হাতে ।
স্ট্যাটাস উৎসর্গ - সেই ফুল বিক্রেতা , যারা নিজেরাই একেকটি ফুল । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।