ভালোবাসার শতরঞ্জিতে আজ আমি একা
বড় একা, তৃঞ্চার্থ কুকুর।
তোমার ভালোবাসার কুকুরগুলোর মত
আমার ভালোবাসার জায়গাটাতে দগদগে ঘা।
তোমার একুরিয়ামের কচ্ছপটির মত
আজ আমি একা, বড়ই একা।
আমি আর ভালোবাসতে পারবো না বোধ হয় !
এই তো সেদিন, শেষবারের মত
একটি টিয়াকে ভালোবসেছিলাম।
ঈঁদুরগুলো ষড়যন্ত্র করলো,
ভালোবাসার টিয়ার দু’টি পা-ই তারা নিয়ে গেল।
কাঁদিনি। জানতাম, আমি ভালোবাসলেই
কারুর এমন পরিণতি হবে।
বিক্ষিপ্ত হৃদয়ে স্ট্যাচু অব বাটারফাইগুলোকে
দেখতে দেখতে আবার তুমি এলে, স্বপ্নে।
আমি ছন্দহীন কবি। স্বপ্নদোষ হলে
স্বপ্নকেই দূষী।
আমি অভিশপ্ত প্রেমিক।
মন্দকেই ভালোবাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।