আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রের দুপুরে

আশায় আছি একদিন সবাই সত্যকেই, শুধু সত্যকেই বিশ্বাস করবে

অস্থির চিত্তে বহুবার ঘরদোর করি ছুটে চলি খোলা বারান্দায় চেয়ে থাকি যত দূর চোখ যায় খুজে ফিরি দৃষ্টির সীমানায় ছেড়ে আসা ছোট্ট খেয়াঘাট মেলে না কোথাও মেলে না। বারান্দায় দাঁড়িয়ে সামনে ধূসর লন তারপর গাছগাছালি অট্টলিকার সারি সূর্যের মেঘহীন আলো তবু আধার দেখি চোখে জল এসে যায়। স্বপ্নালু চোখে ভ্যাপসা লাগে তবু দেখি সবুজ অনিকেত প্রান্তর ভঙ্গুর মন্দিরের চূড়া দূরে তাল গাছের সারি বাবুদের শুকনো পুকুর ডান কোনে পাঠশালাটা। স্বপ্ন ভাঙ্গার পর পলকে আবার ধূসর লন ভয়ে চোখ মুছি না যদি আবার না আসে চৈত্রের দুপরে শতছিন্ন রোদে চিড় ধরা আমার জন্মভূমি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।