বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
থোকা থোকা ফেনিল ফুলের সঙ্গ নিয়ে/সমুদ্র শান্ত-একা
দিকচক্রবালে কাশফুলদ্বীপের ভাঙ্গা-গড়া খেলা
আলতো সাদা-তালতো সাদা/আবছা সাদা-মলিন সাদা
কালচে সাদা-নীলচে সাদা/লালতো সাদা-সাদার সাদা
পাউডার মেঘে/ক্লান্ত রবির ছুড়ে দেয়া কুসুম রঙের ছটা।
মেঘের উপর জমাট পানি/মেঘারঙের মেলা
বাদে বাদেই আকাশ-বরফ মুখ লুকানো/বদনচোরা-
জলদি করে রঙ দেখিয়ে/রঙ লুকিয়ে ফেলা।
আকাশ নীলের শান্ত চরে রোদের মেঘের খেলা
বাতাসের পরত ছোঁয়া চৈত্রমেঘের উজান ভেলা
এই আকাশ অন্যরকম/মেঘ-রৌদ্রের মধুমাখা বেলা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।