আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখের কবিতা



বৈশাখ মানেই........ -আদনান সৈয়দ (ধুয়ে মুছে যাক সব বাধা। দুরে সরে যাক তমস অন্ধকার। আলোয় আলোকিত হোক আমাদের জীবন।সবাইকে নববর্ষের শুভেচ্ছা।) বৈশাখ মানেই মায়ের হাসি কৃষক বধুর চপল চোখ বৈশাখ মানেই প্রাণের পরশ ছোট্ট আমার বাংলামুখ। বৈশাখ মানেই উথাল-পাথাল নাইচা নাইচা বাউল গান বৈশাখ মানেই বাংলা শিশুর ছোট্ট গালে মিষ্টি প্রাণ। বৈশাখ মানেই পাগলা হাোয়া আকাশ জুড়ে মেঘলা দিন বৈশাখ মানেই তোমার কাছে আমার কিছু জমলো ঋৃন। বৈশাখ মানেই তোমার খোপায় বেলি ফুলের প্রিয় মালা বৈশাখ মানেই তোমার চোখে ভালোবাসার নিত্য জ্বালা। বৈশাখ মানেই মেলায় মেলায় জোড়ায় জোড়ায় বাসর ঘর বৈশাখ মানেই বুকের মাঝে ভালোবাসার নতুন চর। বৈশাখ মানেই নতুন কথা বৈশাখ মানেই নতুন পথ বৈশাখ মানেই নতুন সকাল ভালোবাসার রঙিন রথ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।