আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখের রাতে

শাফিক আফতাব--------- বৈশাখ এলে মম ঝাউশাখে জলে জোনাকির গুচ্ছ খাচার ভেতর নাচে কামনার রঙিন মাছের পুচ্ছ দমকা বাতাস, ঝড়ের উচ্ছ্বাস গাছের কচিপাতা সব মিলে যেন একটি তরতাজা প্রেমের কবিতা। 'এক বৈশাখে দেখা হলো দুজনায়' ভেতরে গুনগুন চোখ মুজে দেখি কে যেন জ্বেলেছে শীতের উনুন। কোথাও উধাও মন নেচে নেচে উড়ে উড়ে সাড়া কে আসিবে ভালোবাসিবে আহা কেমন আনন্দধারা। অবশেষে আসেনা কেউ মনে শুধু আসার কল্পনা ভালোবাসেনা কেউ শুধু ভালোবাসার যন্ত্রণা তবু ভালোবাসাদের রঙিন ফুলের মতোন সাজাই টবেতে যদি আসে কেউ ভালোবাসে কেউ বৈশাখের রাতে। আশায় নিরাশায় বৈশাখি ঝরোদিন যায় জৈষ্ঠ্যের দিকে তবু কত ভালোলাগা তবু কত আনন্দ এই বৈশাখে। ৩০.৪.০২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।