আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো কোবতে

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

সকাল থেকেই কেমন যেন মনটা লাগছে তেতো। দুনিয়া টা যদি আমার ইচ্ছেমতন হতো!! এই আমাকেই রোজ সকালে উঠতে হবে আগে নিজ গরজে অন্যদেরও জাগিয়ে দেওয়া লাগে। কর্তার অফিস, বাচ্চার স্কুল, নাস্তা সময়মত না-যদি হয়, তবেই হলো, নিন্দে আমার যত। মেয়ে আমার নিখাতুরি**, স্কুলে প্রতিদিন দিতে হবে হরেকরকম হোম-মেইড টিফিন। বাপ-বেটিকে স্কুল-অফিসের বিদায় দিয়ে পরে' ল্যাপটপটা খুলে বসি একটু আরাম করে। কিন্তু হায়, যেইনা আমি ব্লগে ঢুকতে যাই পিচ্চিটারও ঘুম ভেঙে যায়, কান্না শুনতে পাই। দৌড়ে গিয়ে কোলে তাকে তুলি তাড়াতাড়ি জানেন তো, সে খাওয়া নিয়ে জ্বালিয়ে মারে ভারী এসব করেই দিন করি পার, নিত্য রুটিন মতো হঠাৎ করেই মনটা কেন আজ লাগছে তেতো... মনকে যদি দেহ থেকে ভিন্ন করা যেতো!! **নিখাতুরি কথাটা আমার মা বলেন যখন আমরা খাওয়া নিয়ে ঝামেলা করি। এটা একটা চাঁটগাঁইয়া শব্দ**

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।