আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিবেক কি এতটাই নষ্ট হয়ে যাচ্ছে?



"ছাত্রলীগকে বাঁচাতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে" ---ফকির ইলিয়াস Click This Link বিশিষ্টজন, দীর্ঘ দিন থেকে তিনি দেশের বাহিরে আছেন। দেশের জন্য তার প্রাণ সর্বদা আকূল-ব্যাকূল। গত ১১ এপ্রিল তিনি একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টটি ইতিমধ্যে আমাদের জাতীয় দৈনিকেও ছাপা হয়েছে। অতিব প্রয়োজনীয় পোস্ট।

দেশের জন্য-দশের জন্য, সাধারণ মানুষের জন্য। যদি ভায়েরা কষ্ট করে উনার এই পোস্টটি পড়তেন এবং মন্তব্যগুলো পড়তেন তবে আমি একটু কৃতার্থ হতাম। হাজার হলেও দেশের জন্য দিক নির্দেশনা বলে কথা। উনার লেখার উপর আমারও একটি মন্তব্য আছে। ওটাও পরবেন।

উনি আমাকে ব্লক করে দিয়েছেন। তাই নতুন করে আর মন্তব্য করতে পারছি না। এই (..)জ্ঞানী লোক নিজে বলেছেন- "মাইনাস যে আমি কেয়ার করি না - তা আপনার জানা দরকার। আমি যা বলি , তা ভেবেই বলি। কেউ খন্ডন করতেই পারেন যুক্তি দিয়ে।

গায়ের জোরে নয়। " লেখক বলেছেন: যখন ছাত্রদল ক্ষমতায় যাবে তখন তাদেরকে ঠেকানোর জন্যই ছাত্রলীগ দরকার। সহজ কথা । লেখক বলেছেন: সেটা হবে না। জামাত শিবির রাখলে , বিএনপি ছাত্রদল রাখলে আওয়ামী লীগ কেও ছাত্রলীগ রাখতে হবে।

না হয় পায়ের নীচে মাটি খুঁজে পাওয়া যাবে না - ক্ষমতা চলে গেলে। লেখক বলেছেন: থাকতেই হবে। না থেকে উপায় নেই যে । কিরিচ ওয়ালাদেরকে শায়েস্তা করতে হবে না ! লেখক বলেছেন: ছাত্রদল যদি বিএনপি র হাতিয়ার হয় , তবে ছাত্রলীগ আওয়ামীলীগের হবে না কেন ? লেখক বলেছেন: বাংলাদেশ যদি সুশীলদের জেতার ক্ষেত্র হতো তবে , ড: কামাল , সৈয়দ ইবরাহিম , ডা: বি চৌধুরী রা ই এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসতেন । সেটা হয় নি।

ইয়াজুদ্দিনের বিরুদ্ধে মাঠে প্রথম সরব ছাত্রলীগই নেমেছিল। তা ভুলে গেলে চলবে না। সহজ কথাটি হচ্ছে এই শিবির , ছাত্রদল মাঠে থাকলে ছাত্রলীগ ও থাকবে। থাকতে হবে। একক ইজারা কি শিবির ছাত্রদলের হাতে দিয়ে দেয়া যায় ??? বাস্তবতা মেনে কথা বললে ভালো হয়।

লেখক বলেছেন: লাশ তো আরো ও পড়বে । দেখেন না কি হয় । রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে কি হয়, সেটাও তো দেখার বিষয় । ইস্যু এখন অনেক। খালেদার ক্যান্ট বাসা, যুদ্ধাপরাধী , পিলখানা অনেক কিছুই সামনে আসছে , আসবে ।

লেখক বলেছেন: হাল কিভাবে কোথায় ধরতে হয় তা জানা আছে। ডোন্ট ওয়ারি এবাউট ইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।