আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ারে দ্বিতীয়বার অভিষেক



আমি গত চার/ পাঁচ দিন ধরে শত চেষ্টার করেও সামহ্যোয়ারে এ্যাক্সেস পাচ্ছিলাম না। কোন এক অজ্ঞাত কারণে আমার ব্রাউজার আমাকে সেখানে ঢুকতে দিচ্ছিল না। দুনিয়ার তাবৎ সাইট আসলেও সামহ্যোয়ার আসছিল না। আমি লেখক হিসেবে না হলেও পাঠক হিসেবে সামহ্যোয়ারে নিয়মিত। ফলে 'কেন' আমি সামুতে এ্যাক্সেস পাচ্ছিনা এবং 'কিভাবে' পাব...এই জাতীয় প্রশ্ন করে আমি মানুষের মাথা খারাপ করে দিতে লাগলাম।

আমার অত্যাচারে সবাই অতিষ্ট হয়ে যেতে লাগলেন। তারপরও নানাজনে নানাবিধ সম্ভাবনার কথা বললেন, নানারূপ পরামর্শ দিলেন। আমিও সেইমত চলতে লাগলাম। দুই- একজন আমার দুঃখে দুখী হয়ে সান্তনা দিতে লাগলেন, একজন আমার কথায় অবাক হয়ে আমার পিসি সচক্ষে দেখতে চাইলেন আর একজন আমার মতই উত্তেজিত হয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই দিকে মনযোগ দিলেন। ব্যাপক খোঁচাখুচি করেও কোন লাভ হলনা এবং শেষমেষ তিনি এই সিদ্ধান্তে আসলেন যে আমার পিসি নষ্ট হয়ে গেছে।

যেখানে আমার মাথাই নষ্ট হয়ে যাচ্ছে সেখানে পিসির নষ্ট হওয়া- না হওয়া নিয়ে মাথা ঘামালে চলেনা। ফলে আমি সুন্দর মত পিসি বন্ধ করে দিয়ে সেটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলাম। গতকাল বিকেলে আমি আবার সাহস করে চেষ্টা করে দেখলাম...যদি সামহ্যোয়ারে যাওয়া যায়। এবং আমাকে আশ্চর্য করে দিয়ে সামহ্যোয়ারের সাইটটা আমার পিসির স্ক্রিনে আসল। কেন হঠাৎ সাইটটার আসা বন্ধ হয়ে গিয়েছিল আর কেনই বা হঠাৎ আসল সেটা একটা বিরাট রহস্য।

যদি এই রহস্যের সমাধান কেউ করতে চান তাহলে করতে পারেন। তবে আনন্দের কথা এই যে, এত কাঠখড় পোড়ানোর পর অবশেষে আমি সামহ্যোয়ার পর্যন্ত পৌঁছাতে পেরেছি। বলা যায় সামুতে আমার দ্বিতীয়বার অভিষেক হল। কে জানে, এই ক'দিনে কতকিছু মিস করেছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।