আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ারে একটি বছর!..................................(প্রথম বর্ষপূর্তি)

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

সামহ্যোয়ারের সাথে একটি বছর কেটে গেল। ২০০৭ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকার ‌‌‌‌‍‍‍''টেকনোলজি এন্ড টিন'' লিটল ম্যাগে এই ব্লগের ঠিকানা পাই। বাংলা ব্লগ!বাংলায় শেয়ারিং!ভাবতেই ভাল লাগলো। প্রথমে বেশ কয়েকমাস বাংলা ঠিক মতো শো করতোনা। বাংলার বদলে দেখা যেত স্বাভাবিক চতুর্ভূজ।

অবশেষে সমস্যা মিটলো,আমি ব্লগে জয়েন করলাম। চারদিন পর এ্যাকসেস পেয়ে প্রথম পোস্টটি লিখলাম। একি!ব্লগে ঝাঝা গরম অবস্থা!পারষ্পরিক দ্বন্দ নাকি জামাতিদের নিয়ে সমস্যা চলছিলো। প্রথম পোস্টেই উপদেশ পেলাম ''ব্লগে এখন চরম ক্রান্তিকাল চলছে,মৌলিক পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন''!আমি ঘটনা বুঝতে না পেরে বেশ বিব্রত বোধ করলাম! যাক!এক পা,দুপা করে হাটছি। কবিতা পোস্ট দেই আর বেছে বেছে কবিতা পড়ি(রাশেদ ভাই বাদে )পরিচয় হলো ব্লগার ২য় জীবনানন্দদা আর রাতিফ ভাইয়ের সাথে।

তাদের কবিতা পড়তাম কারণ খুব ভাল লাগতো। হঠাৎই জীবনদা ব্লগিং বাদ দিয়ে দিল। কারণ জানিনা। কবিতা খোঁজতে খোঁজতে পেলাম সাজি আপু, পলাশভাই, মুকুলভাইদের। পরিচয় হলো অন্তিমভাই আর সবাকভাইয়ের সাথে।

আমার কবিতা উনারা পড়েন সুন্দর মন্তব্য দেন,ভাল লাগা জানান। কিন্তু আমি যা চাই,কবিতার কবিতার সমালোচনা একমাত্র রাতিফভাই ছাড়া কেউই করেননা। আমার ভুল-ভ্রান্তিগুলো ধরিয়ে দেননা। একদিন এই রাতিফ ভাইটাও ব্লগিং ছেড়ে দিলো। এরপর পলাশ ভাই।

প্রিয় তিন ব্লগারের প্রস্থানে মনটা খারাপ হয়ে গেল। আমার ব্লগে আসা কমে গেল কিন্তু ব্লগ ছাড়তে পারলামনা। পারবো কিনা সন্দেহ আছে। বারবার ব্লগে আসি প্রিয় ব্লগারদের ব্লগ পড়তে,আর এলেই হাত নিশপিশ করে একটা পোস্ট দিয়ে দেই। আমি এই ব্লগের সবচেয়ে কম পরিচিত আর কম মন্তব্য পাওয়া পুরনো ব্লগারদের একজন!সত্যি বলতে কী প্রথমে মন্তব্য নিয়ে বেশ আপসেট হতাম এখন হইনা।

মন্তব্যে কী বা আসে যায়?আমার অনুভূতিগুলো,যেগুলো ডাইরীর পরিবর্তে কবিতা করে লেখা আমার চারপাশ থেকে আড়ালে। যেগুলো আবার শেয়ার করতে মন ছাড়াকাড়া,ব্লগেই ভাসিয়ে দেই। কেউ বুঝলে বোঝুক,না বুঝলে আরো ভালো। ব্লগে আমার বন্ধুরা লিখতে চায়না। দুজন আছে 'গুরু তোমার জন্য'(জেমসের ভক্ত)আর 'পাশের বাড়ির ছেলে'(এভার স্মাইলিং বয়)।

এরা দু'তিন মাস পরপর ইচ্ছে হলে একবার উকিঝুঁকি দিয়ে যায়। ব্লগে যাদের পোস্ট নিয়মিত পড়ি=সবাক ভাই,সাজি আপু,প্রণব আচার্য(মন্তব্য করতে সাহস পাইনা),নাজনীন আপা,চিটি আপু,আশরাফ ভাই,অন্তিমভাই,মুকুল ভাই,মুনিম সিদ্দিকী(পড়তাম,এখন ইনিও ব্লগ ছেড়ে দিয়েছেন),কালপুরুষ,রনন,অদৃশ্য(কয়েকদিন হলো পড়ছি,খুব ভালো কবিতা লেখেন),নিবিড় এবং কাঁকন। আর সামনে এলে যে পোস্ট ভাল লাগে। আর একজন আছে,আমাদের রাশেদ ভাই। প্রায় প্রথম থেকেই আমার ব্লগে একবার করে ঢুঁ মেরে যান।

যার পোস্ট গুলা অতি বৈচিত্রময় ভাল লাগায় পূর্ণ। আর সবার ব্লগ যদি মিসটেকলি মিস হয়ে যায়,রাশেদ ভাইর ব্লগটা ঘুরে আসা ভুল হয়না। বোঝেন না বোঝেন আমার সহজিয়া কবিতায় ''ভাল্লাগছে" শব্দটা রেখেই যানআর কখন বলেননি মাথার ইপরে দিয়া গেছে ব্লগে আসায় আমার অনেক লাভ হয়েছে। ভাল ভাল ব্লগারদের কবিতা পড়ে অনেক অভিজ্ঞতা পেয়েছি,যে গুলো আমার কবিতায় অনেক প্রভাব ফেলেছে। নিজের অনেক ত্রুটি পেয়েছি এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করছি।

গদ্যে আমার হাত ভালোনা!অন্যের লেখার ভাল সমালোচক হলেও নিজের বেলা পারিনা(কবিতায় কিন্তু পারি) মাত্র একবছর হলো!এই ব্লগের সাথে,ব্লগারদের সাথে থাকতে চাই আরো অনেকগুলো বছর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।