আমাদের কথা খুঁজে নিন

   

দেখা হয়নাই চক্ষু মেলিয়া-- উৎসর্গ ঐসব ব্লগারগন কে যারা এককালেএই সামহয়্যারকে সমৃদ্ধ করেছেন সুলেখনী দ্বারা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গিয়েছেন



বাংলাদেশের হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যের মধ্যে যেটি এখনও যাই যাই করে টিকে আছে সেটি হলো বলধা গার্ডেন। পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত এই উদ্যানে রয়েছে বিরল প্রজাতীর বেশ কিছু গাছ। অন্যতম প্রাচীন এ উদ্যানটির প্রতিষ্ঠাতা ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ন চৌধুরী। শোনা যায় প্রায় ১৯০৯ ইংরেজী সনের মাঝামাঝি নিঃসংগ এই জমিদার নৈসর্গিকতার কাছে নিজেকে বিলিয়ে দেবার জন্য ব্যাক্তিগত উদ্যোগে এই অঞ্চলের ঐতিহ্যবাহি এ উদ্যানের ভিত্তিপ্রস্থর করেন। সৌখিন এ জমিদার পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দুর্লভ প্রজাতীর গাছপালা এনে বাগানটিকে ক্রমাগত সমৃদ্ধ করেছেন কিন্তু তাঁর মৃত্যুর পর বাগানের উন্নয়ন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বাগানের ভগ্ন দশায় ব্যাথিত হয়ে তৎকালিন পূর্বপাকিস্তান সরকার ১৯৬২ সালে এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব নেয় এবং বন বিভাগের সার্বিক ব্যাবস্থাপনায় আসে। দেশ স্বাধীন হবার পর বন-বিভাগ আবার নতুন করে বাগান উন্নয়নের উদ্যম পায় ফলে উদ্যানের হারানো ঐতিহ্য কিছুটা হলেও আবার ফিরে আসে। অনেক জঞ্জাল পরিষ্কার করে এটিকে আবার গোছানো হয়, শ্যাওলা পড়ে থাকা 'শঙ্খনিধি' কেও চকচকে করে তোলার প্রয়াস চালানো হয়। বিশ্ববিখ্যাত আমাজন লিলিও এই শঙ্খনিধিতে ভাসতো, এখনও কিছু অবশিষ্ট আছে। সব মিলিয়ে এখান আছে প্রায় ৭৭২ টি প্রজাতীর ১৫০০০ এরও বেশি নমুনা।

বেশিরভাগই বিদেশী ও দুষ্প্রাপ্য। শতবর্ষে একবার ফোটা সেঞ্চুরী প্ল্যান্টও এই বাগানে রয়েছে, বেশ কয়েক বছর আগে একবার ফুটেছিলো। মধ্য আফ্রিকার অধিবাসিরা মিশরের মমি বানানোর অনেক আগে থেকেই মৃতদেহ সংরক্ষনের জন্য যা ব্যাবহার করত তা হোলো, বাওবাব (Adansonia digitata)নামের একপ্রকার বৃক্ষ। এর খোলে রেখে তারা মৃতদেহ সংরক্ষন করত, সেই বৃক্ষও আমাদের অবহেলিত এই বলধায় রয়েছে। রয়েছে বৃহৎ সূর্য্য ঘড়ি যা এখনও রৌদ্রজ্জল দিনে সঠিক সময় নির্দেশ করে! রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এখানে এসেছিলেন।

তাঁর বিখ্যাত 'ক্যামেলিয়া' কবিতাটিও এই উদ্যানের আনন্দকুঠিতে বসে লেখা, যেদিন নেমে আসব তার দুদিন আগে তনুকা বললে, 'একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা- একটি ফুলের গাছ। ' এ এক উৎপাত। চুপ করে রইলেম। তনুকা বললে, 'দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। ' জিগেস করলাম,'নামটা কি?' সে বলল, 'ক্যামেলিয়া।

' চমক লাগল-- আর একটা নাম ঝিলিক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেম, 'ক্যামেলিয়া, সহজে বুঝি এর মন মেলে না?' আজ আর নেই তনুকা, নেই রবীঠাকুর কেবল রয়ে গেছে তাঁর ক্যামেলিয়া। দেশের বাইরে থেকে ফিরে এসে শঙ্খনিধির সামনে দাঁড়িয়ে কেবল মনে হতে লাগল, দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.