আ মা র আ মি
ক্যান্সারে আক্রান্ত ঢাবি'র এমফিলের ছাত্রী শিখীর চিকিৎসার সাহায্যে চলচিত্র প্রদর্শনী আগামীকাল বিকাল সাড়ে ৩ টায়। অনেকেই আগ্রহ দেখিয়েছেন। অনেকেই যেতে চেয়েছেন ছবি দেখতে। ঐদিন ব্লগারদের একটা দারুন সম্মিলনও হতে পারে ওখানে। হতে পারে চলচিত্র নিয়ে আড্ডা।
আর যদি বেশি সময় পাওয়া যায়, এবং দর্শকদের যদি আগ্রহ থাকে আমরা আরও দু'একটা ছবি বেশি দেখতে পারি।
অনেকদিন তো ব্লগারদের আড্ডা হয় না, আসুন না চলচিত্র নিয়ে আড্ডা দেই একদিন, আর সহায়তার হাত বাড়িয়ে দেই শিখীর জন্য। সবার দাওয়াত থাকলো ৩ তারিখ, শুক্রবার, পল্টনে।
ইতমধ্যে ২ টা পোস্ট দিয়েছিলাম এ সম্পর্কে। আবার লিখলাম আপনাদের মনে করিয়ে দেয়ার জন্য।
আসবেন সবাই, এ কামনায়।
বিস্তারিতর জন্য আগের পোস্টের লেখাগুলো এখানে দিয়ে দিলাম:
মেয়েটার ক্যান্সার হয়েছে। নাম শিখী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অনার্স মাষ্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম। শুনেই বললাম, মেয়েটার তো ঢাবির টিচার হয়ে যাওয়ার কথা।
আমার বন্ধুটাও বলল হ্যাঁ, হয়ত হয়ে যাবে, হয়ত সার্কুলার হলেই। আর এত হয়তর সাথে যুক্ত হয়েছে আরও একটা বড় হয়ত, সেটা হলো মেয়েটা যদি সুস্থ থাকে।
সে গতবছরের শেষের দিকের কথা। মেয়েটার ক্যান্সার ধরা পড়ার পর একসপ্তাহের মধ্যে অপরেশন করাতে হলো। মধ্যবিত্ত পরিবার কষ্ট করে অপারেশনের টাকা জোগার করলো, অপরেশন হলো।
তবে এখানেই শেষ না, এরপর আছে নিয়মিত থেরাপি নেয়া। প্রতিবার থেরাপি নিতে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার টাকার মত, মাসে দুইবার। ৩টা থেরাপি নিতে পেরেছে সে, তাতেই আরও লাখ খানেক টাকা লেগেছিলো। সামনে আরও ৯টা বাকি। অবস্থা যা দাড়িয়েছে, তাতে এখন সামনের থেরাপির টাকাই জোগাড় করা হয়নি।
রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদের কথা মনে আছে হয়ত আপনাদের। তাদের এবং মুক্তিযুদ্ধ.org- এর সাথে একটা যৌথ অনুষ্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা স্বাক্ষর সংগ্রহ করেছিলাম টিএসসিতে, চলচিত্র দেখিয়েছিলাম, গানের সাথে। যাইহোক, এবার রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদ একটা উদ্যোগ নিয়েছে মেয়েটার জন্য কিছু করার, অন্তত সামনের থেরাপির টাকাটার একটা ব্যবস্থা করা। মেয়েটার জন্য টাকা সংগ্রহে তারা একটা চলচিত্র প্রদর্শনী করবে। আগামী ৩ এপ্রিল, শুক্রবার, সাড়ে ৩ টা থেকে।
দুইটা ছবি দেখাবে তারা, অনিমেশ আইচের 'গরমভাত অথবা নিছক ভূতের গল্প' আর অস্কার পাওয়া 'স্লামডগ মিলিয়নিয়ার'। এখন যে জিনিসটা করা দরকার তা হলো প্রদর্শনীর টিকেট নিজে কেনা আর সম্ভব হলে বিক্রির ব্যবস্থা করা। টিকিট পাওয়া যাবে আমার কাছে। আর শাহবাগ আজিজ মার্কেটের কিংবদন্তিতে (৩য় তলা) পাবেন কাল (২৯, মার্চ) বিকেল থেকে। আর যদি কেউ বেশি করে নিতে চান আরও অনেকের জন্য, আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন (আমার মোবাইল- ০১৭১১৫০৪৬৭৮)।
আর শো'এর আগে মিলনায়তনের সামনে তো টিকিট পাওয়া যাবেই।
আমরা যদি চাই, নিজেরাই ছবিদুইটা দেখার জন্য হলেও অন্তত একটা করে টিকিট নিতে পারি। আর বন্ধুদের জন্য কয়েকটা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা একত্রিত, আসুন না একটা মেয়েকে সাহায্য করার জন্যও আমারা হাত হাত রেখে একত্রে কাজ করি।
চলচিত্র পদর্শনী:
৩ এপ্রিল, শুক্রবার
'গরমভাত অথবা নিছক ভূতের গল্প'
অনিমেশ আইচ
বিকাল সাড়ে ৩ টা
'স্লামডগ মিলিয়নিয়ার'
বিকাল ৫ টা
টিকিটের দাম: ১০০ টাকা, ছাত্র ৫০ টাকা
মৈত্রী মিলনায়তন
মুক্তি ভবন (৫ম তলা)
২১/২, পুরানা পল্টন, ঢাকা
----------------------------------------------------------------------------------
পোস্টের ছবি: যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে ব্লগারস কমিউনিটি, রণেশ দাশ গুপ্ত চলচিত্র সংসদ এবং মুক্তিযুদ্ধ.org- এর যৌথ আয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।