আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাডসেন্স গুরু'র রিপ্লাই প্রয়োজন........



Adsense এর লাইসেন্স এর বিস্তারিত পড়া হয়নি তাই কিছু জিনিস নিয়ে আমার কনফিউশন আছে....... লাইসেন্সে স্পষ্ট করে বলা আছে আমি নিজে ক্লিক করতে পারব না..... এখান থেকে ২টি প্রশ্ন: ১) আমার কোন অ্যাড পছন্দ হতেই পারে, সেক্ষেত্রে কি হবে ? ২) ন্যাট প্রটোকল ব্যবহারকারীদের ( যত জনই হোক না কেন ) সবার আইপি একই..... অর্থাৎ ৫০০ জন নেট ব্যবহার করছেন কিন্তু সবার পাবলিক আইপি দেখা যাবে একি...... এই অবস্থায় একই পাবলিক আইপি'র সেই ৫০০ জন যদি আমার সাইট ভিজিট করে তাহলে গুগলের অ্যাডসেন্স ব্যাপারটাকে কিভাবে দেখবে /??? ইউনিক ভিজিটর নাকি মাল্টিপল ভিজিটর ??? আইপি যেহেতু ট্রেস করার একমাত্র পন্থা তাহলে এটা কি হতে পারে সেই ৫০০ জনের কেউ কোন অ্যাড এ ক্লিক করলে সেটাকে আমার করা ক্লিক হিসেবে দেখা হবে???????? এমন হলে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে..... ( যেহেতু ওর আর আমার আইপি একই তাই রিমোট সার্ভারে আমরা আলাদা আলাদা ২জন ব্যবহারকারীকে একজন হিসেবেই দেখার কথা.......কুকি'র কথা কেউ বলতে পারেন কারণ অনেক সাইট কুকি ট্রেস করে কিন্তু আমি চাইলেই কুকি অফ রেখে ব্রাউজ করতে পারি তাই কুকি মনে হয়না ট্রেস এ ব্যবহৃত হয়..... আরেকটা সম্ভাবনা আছে: ইনকামিং রিকোয়েস্টের সোর্স পোর্ট পরীক্ষা করা... সেটা করলে ৫০০ জনের সবাইকে আলাদা করা সম্ভব...... আমার জানা নাই....।কেউ জানলে জানাবেন...... )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.