এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
চীন ভিত্তিক একটি শক্তিশালী গোয়েন্দা চক্র ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে বহু সরকারি-বেসরকারি কার্যালয়ের শত শত কম্পিউটারে ঢুকে হাতিয়ে নিয়েছে গুরুত্ত্বপূর্ণ বহু গোপন নথি । এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বহু কম্পিউটার ও রয়েছে ।
চীনের এই গোয়েন্দারা মার্কিন সরকারী দপ্তর, ন্যাটো, ভারতীয় দুতাবাস সহ অন্তত ১০৩ টি দেশের গুরুত্ত্বপূর্ণ কম্পিউটারে প্রবেশ করে । তবে তাদের মূল দৃষ্টি দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার দেশ গুলোর দিকে । কানাডার একদল গবেষক গত রোববার এ তথ্য জানান ।
বিস্তারিত Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।