আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিমুখর সন্ধ্যাবেলা মন কি বিষন্ন থাকে।

মানুষের জীবনের ঢের গল্প.......

বিকালে দেখি ঢাকার আকাশ মেঘাচ্ছন। একটু পরেই করুন ভাবে শুরু হল বৃষ্টি। এমন বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলাম আমি.... ভেবেছিলাম বৃষ্টির জলে ধুয়ে নেবো মলিন জীবন। নববর্ষার জলে পরিপূর্ন সিক্ত হবো। বৃষ্টি মানুষের মন খারাপ করে দেয় তার ওপর আবার নেমে আসছে অন্ধকার ।

প্রকৃতির এই দ্বৈত সত্তার মধ্যে মানুষের মন অনমনা না হয়ে যায় না। জেগে ওঠে বেদনার ভার, মন হয়ে যায় কবি। বাংলার স্যার একদিন ক্লাসে বলেছিলেন "বর্ষার সাথে বেদনার নাকি নিবিড় যোগ আছে। " আজ সেটা বুঝলাম হারে হারে......। বারান্দায় পা ভিজিয়ে বসে আছি মা চা এনে দিলেন।

সন্ধ্যা বয়ে গেল কিন্তু বৃষ্টি পরছেই ক্ষিপ্ত গতিতে চপলা বিদ্যুৎ এর লুকোচুরী খেলা শুরু হল সাথে মেঘের প্রচন্ড গর্জন প্রবল বর্ষন। প্রচন্ড বর্ষনে কত অব্যক্ত বেদনা । কত অস্ফুট বানী, কত বিস্মৃতি প্রায় স্মৃতি আমাকে ব্যাকুল করে তুলল। মনে হচ্ছিল আমি কেউ নই। আমাকে কেউ চেনে না এখন এই শহরে.... পুরানো দিনের গান বাজছিল মা ঘরে।

নিজের অজান্তে কবে পন করেছিলাম কাউকে কিছু বলবো না আমি। কিছু বলবো না। কিন্তু আজ হঠৎ ইচ্ছে হল আমার। কাকে মনের কথা বলি, এই মনের কথা বলি ... কাকে হৃদয় খুলে দেখাই , একটু কাছে যাই, কাকে জড়িয়ে ধরে দুফোটা চোখের জল ফেলি..... কাকে মনের কথা বলি, কে আমার চোখ একটু মুছায়......। কার কাছে বসি জুড়াই আমার মন, করি গভীর আলিঙ্গন............।

কাকে মনের কথা বলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।