আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখিত তিতিয়ানা তান্তা

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

আপু, প্রথমেই বলে নেই আমি দুঃখিত। এইবারের মত মাফ করে দেন, প্লিজ। আমি খেয়াল করি নাই আপনি আসলেই মেয়ে । কিন্তু, আমার সন্দেহ হইছিল যে আপনি মেয়ে হইলেও হইতে পারেন।

সেটাই টেস্ট করতে গেছিলাম। খেয়াল ছিল না যে, আপনি আসলেই যদি মেয়ে হন, তাইলে আমাকে কোর্ট মার্শালে দাঁড়াতে হবে। আপু, আমাকে ব্লক করতে ইচ্ছা হইছে, করেন, কিন্তু মনে রাগ রাখবেন না প্লিজ। আমি তাড়াহুড়া করে পড়ে গেছি। ভালোমত খেয়াল করি নি।

তান্তা নামটা দেখে সন্দেহ হয়েছিল। প্রোফাইল দেখার কথা মনে আশে নি। স্যরি আপু। আপনি যদি এখনো রাগ করে থাকেন তাহলে কিন্তু এইবার আমিও রাগ করব। আবারো দুঃখিত।

পাগলা পোলা মনে করে আমাকে মাফ কইরা দেন । নইলে পরে যদি কেঁদে দেই, তাহলে কিন্তু ঝালেমা হবে, বুইঝেন !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।