"যুদ্ধপাপীদের শাস্তি চাই"
গতকাল ২৫ মার্চ রায়েরবাজার বধ্যভূমিতে হয়ে আমাদের একটি বড় ধরনের ক্যাম্পিং। শত শত মানুষের ঢল ছিল কাল। সবাই স্বউচ্চারিত কণ্ঠে জানালো, "যুদ্ধাপরাধীদের বিচার চাই"।
নিচে তার কিছু ছবি দেয়া হলো
#০১ একাত্তরের যুদ্ধাপরাধীদের কৃত-কর্মের প্রমাণ প্রদর্শন
#০২ চলছে স্বাক্ষর গ্রহণ
#০৩ চলছে পোষ্টার লেখা
#০৪ সবার আঙুলের ছাপে তৈরি করা হচ্ছে জাতীয় পতাকা
#০৫ চির উন্নত আমাদের পতাকা
#০৬ মানব-বন্ধনে সামিল হতে শুরু করেছে সবাই
#০৭ মানব-বন্ধনের একাংশ
#০৮ পতাকা হাতে দৃঢ় বন্ধনে
#০৯ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ওরাও
#১০ এই শিশুটিকে এমন একটি দেশে বসবাসের সুযোগ করে দিতে হবে, যেখানে কোন যুদ্ধাপরাধী থাকবে না
#১১ মোমবাতি প্রজ্জ্বলন করলে একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের মনজুরুল ভাই
#১২ চলছে স্বতঃফুর্ত মোমবাতি জ্বালানো
#১৩ আঁধার কাটাবে ওরাও
#১৪ জ্বলন্ত শিখা, উদগেরিত প্রতিবাদ
#১৫ এই আলো নিভতে দেব না
#১৬ আমরা স্বেচ্ছাসেবক
আলোকচিত্রী:
মার্শাল রিচার্ড ( বন্ধু কই কৈ )
অরণ্য আনাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।