কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস
ছুডকালে খোয়াবনামা ফালনামা রাশিচক্রের বই খুব টানত । বেশি ভালা লাগত বিভিন্ন ক্ল্যাসিফিকেশন গুলা - রাশি, ছতর, মুজদুর, উলকুল কিসব ভিত্তিতে জানি নর/নারীর ভাগ করা হৈত । যেমুন মীন রাশির পুরুষ , স্বভাবও বৈশিষ্ট্য বা মিথুন রাশির নারীর স্বভাবও বৈশিষ্ট্য এই জাতীয় ব্যাপক জ্ঞানগর্ভ আলুচনা থাকত । তার উপরে আবার ফালনামা নামে একটা ছিল খুবই চমৎকার । একখান দুআ পইড়া চোখ বন্ধ কৈরা একটা বৃত্তের উপর শাহাদাৎ আঙুলিকে ফাল দিয়া ফালাইতে হৈব, বৃত্তডা অনেকগুলা ভাগ করা থাকত যেইভাগে পড়ব হেইডা হইল উক্ত পুরুষ বা নারীর ছতর না কিযেনবাল ।
একেক ছতর না কিযেনবালের আবার একেকরকম বৈশিষ্ট্য ।
এইটা মূল কথা না । মূল কথা হৈল ছতর না কিযেনবাল বা রাশি যেইটাই হৈক, তাগো আয়ূর জায়গায় লেখা থাকত, জীবনের ১,৪,১৫,২৯ এইসব বয়সে বড় বড় ফাঁড়া আছে, এইগুলা কাটাইয়া যাইতে পারলে ১২০ বছর হায়াৎ হৈব । একেক রাশির ফাঁড়া একেক বয়সে, আবার পুরুষ ও নারীর ফাঁড়ার বয়সও আলাদা । নিজেরডা খেয়াল নাই ।
মূল কথা এইডাও না । মূল কথা হৈল বলগ বয়সে আমার নিজের মনেহয় এইরম ফাঁড়া যাইতাছে অখন । কেমুন জানি পাইনসা পাইনসা লাগে । গোটা ইনতারনেতরেই । দুইমাস আগেও যেইখান থাইকাই ইনতারনেতে ঢুকতাম পরথম ভিজিট করতাম বলগ ।
অহন ইনতারনেট খুইলা বেলাংক পেইজ পইড়া থাকে ঘন্টার পর ঘন্টা । পত্রিকা পড়তেও ভাল্লাগেনা, ফেইসবুখিং করতেও ভাল্লাগেনা । জ্ঞানান্বেষণেও মন নাই । কিতা যে হৈল বুঝতাম পারতাছি না ।
ব্যক্তিজীবনেও এইরম ফাঁড়া যায় ।
কিছু কিছু মাইনষের সাথে পরিচয় হৈয়া খুব খাতির হৈয়া যায় অল্পদিনেই । কিন্তু তার পরপরই একটা ফাঁড়ার কাল আসে । ঐটা পার হৈলে দেখা যায় অনেক বচ্ছর পর্যন্ত যুগাযুগ থাকে । কিন্তু ঐ ফাঁড়ার সময় যারা কাইটা পড়ে তাগো লগে আর সম্পর্ক থাকে না । দায়ী কিডা, কে আমাকে বলে দিবে ?
খুবই আইলসা সময় যাইতাছে ।
পরীক্ষা টরিক্ষা দিয়া বইসা আছি । কিছু করনের নাই । কিন্তু বলগিং করতেও মন টানে না । আমার মনে হয় সবচে বড় ফাঁড়া যাইতাছে । এর আগে ব্যান খাইছি, মডুগো লগে রাগ কৈরা সব পুস্ট ডেরাফট করছি কিন্তু সেইডারে ফাঁড়া মনে হয় নাই ।
কারণ একটা শত্রু ইমেজ চুখের সামনে আছিল, না লেখার কারণ আছিল, আঙুল তুললে আঙুলের সামনে কিছুএকটা আছিল । এখন নাই দেইখাই আমার ডর লাগতাছে । এই ফাঁড়া কাটাইতাম ফারমু ত ?
যেই আফারা ভাইজানেরা বলগে আমার বারবার ফিরা আসনের একমাত্র কারণ, তাগোর ফরতি অনুরোধ, মাজারে মাজারে শিন্নি মানৎ দেন । এই ফাঁড়াটা জানি কাইটা যায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।