হে সৃষ্টি কর্তা তুমি প্রত্যেকটা সৃষ্টিকেই রক্ষা কর, জাতিতে জাতিতে বেদাবেদ দূর কর.......
ছোট বেলার সেই গানটা আজ অনেক বেশি মনে পরে
জীবন নামের রেল গাড়িটা পাইনা খুজে ষ্টেশন
গানটার মর্মকথা সেই দিন বুঝতে পারিনি ভাবতাম লম্বা লাইনের কোন রেল গাড়ির জন্য হইত এই গানটা
জীবনের চলার পথে আজ বুঝতে পারছি গানটা লিখা হয়েছে আমার মত কিছু দুঃখী মানুষের স্মরণ।
জীবনটা চলছেই চলছে কিন্তু কোন সীমানা খোজে পাচ্ছি না,
হাইরে জীবন
অভাব অনটন দুঃখ যন্ত্রনা কোন কিছুই আজ আমার পিছু ছারছেনা। মানুষ গুলারে এত ভালবাসি কিন্তু কেও আমাকে ভাল বাসেনা। সবাই আমাকে দুরে ফেলে রাখে।
হইত আমারি ভুল নতুবা সবাই আমাকে পর করবে কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।