চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)
প্রবল আলো-মাখা পথ মৃদু ঝাঁকিতে
আমার সামনে তাতাথৈ নৃত্যে মাতে
আমি শুধু সেইপথে নিজেকে ধরে রাখতে চাই।
আকাঙ্ক্ষার গায়ের রঙ জানা নেই বলে, আমি
নিয়মিত ব্যর্থ হই, মগ্ন হই, শ্রান্ত হই
পরাক্রান্ত গোলাকার অতিকায় মহীরুহ
চোখের সামনে স্ট্রীটলাইট বনে যায়,
কিংবা বিপরীত নিয়মে কিছু হলুদ সোডিয়াম
বিম্বিসার বনের মাঝে আমাকে ডাকতে থাকে।
এহেন চাতুর্যে অবাক হলেও কিছু করার থাকে না
বহুরূপী মানুষের চেয়ে কোমলাভা সোডিয়াম লাইট ভালো
সমুখের রাত তাকে কুর্নিশ করছে- এমন বিভ্রম ঘটে
এবং চকিতেই আমি পুরো ঘটনাটি বুঝে উঠতে পারি
হা লুম্বিনীর রাত!
অবোধ্য চিৎকার মেখে নিথর থমকে থাকো!
জন্মান্তর হবে না জেনে গৌতমের কেমন লেগেছিল
সেই সত্য আমার কাছে পরিষ্কার হয়!
***
- অনীক আন্দালিব
৮.৩.৯
[কবিতাটি একটি ই-বুকে প্রকাশিত। খানিকটা সম্পাদিত।]
[[ছবি: গুলশান ব্রিজ-কামাল আতাতুর্ক রোড, রাত ৮:৩০, ৭ই মার্চ]]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।