নিস্তব্ধ-নিথর-গভীর শান্ত এই রজনীর কোলে
নগরীর মানুষগুলো আছে গভীর ঘুমে ঢুলে।
এই ফুটপাত খালি, তারাময় আকাশে একখানি চাঁদ
গোলগাল, পূর্ণিমা তাই, মনে হয় যেন ফাঁদ।
রাস্তার প’রে চলছেনা বটে গাড়ি-ঘোড়া-টমটম,
দিনের বেলাতে এখানেতে হয় সোরগোল-গমগম।
এ পথের দু’ধারে গাছপালা নেই, আছে শুধু ফুটপাত,
তাহারো দু’ধারে আসিয়া জুটিছে হাজারো দোকানপাট।
পিচঢালা পথ, চাঁদের আলোতে আরো লাগিতেছে কালো—
নির্জন এই রাস্তার প’রে রোডলাইটের আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।