আমাদের কথা খুঁজে নিন

   

মুখরিত হোক রাজপথ তবে বিচারের দাবিতে...

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
*** [রাজধানীর বাড্ডা এলাকায় সোমবার না ভোটের প্রচারণা হিসেবে 'না' লেখা পোস্টার ঝুলতে দেখা যায়। ছবি: ফিরোজ আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ২২, ২০০৮ ] *** যোগ্য প্রার্থীর অভাবে, ২৯৯ নং রাঙামাটি আসনে "না" ভোট প্রয়োগ করে ব্যালট বিপ্লবের আহ্বানে এলাকাবাসী ব্যাপকভাবে আলোড়িত । *** রিকশাচালক আব্দুল হালিম আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের ভোট দিতে অস্বীকৃতি জানালেন ; তবে আজকে আব্দুল হালিমের সাথে এক যোগে বলে উঠি - আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের না বলুন । *** [গতকাল(২১শে ডিসেম্বর ২০০৮) জাতীয় যাদুঘরের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি মানববন্ধন কর্মসূচী পালন করে; দৈনিক ইত্তেফাক, পৃষ্ঠা ২] রাজপথ, অলি-গলি, খাল-বিল, নদী-নালায় দৃঢ় পদচারণা, মুখরিত দাবি এনে দিয়েছিল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ... তাই মুখরিত হোক রাজপথই দৃঢ় পদক্ষেপে, ফের উচ্চারিত হোক এক দফা, এক দাবি সেই অলি-গলি আর রাজপথেই, - একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্টকারী, হত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার চাই... যুদ্ধাপরাধীদের বিচার চাই ... যুদ্ধাপরাধীদের বিচার চাই ... যুদ্ধাপরাধীদের বিচার চাই ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.