আমাদের কথা খুঁজে নিন

   

কৃতকর্মের জন্য পদক না কি পদকের জন্য কাজ ?

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
"ক্ষেত্র >অবদান>স্বীকৃতি" এই ধারা অনুসরন করেই সাধারনত কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ অবদান বা ভুমিকার জন্য বিশেষ ব্যক্তিকে তার কৃতকর্মের স্বীকৃতি স্বরুপ পুরষ্কৃত করা হয়। যখন কোন ব্যক্তি বিশেষ কোন পুরষ্কার বা পদক লাভ করেন তখন খুব স্বাভাবিক ভাবেই সমাজে তার কাজ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। অমর্ত্য সেনকে আমরা ক জন চিনতাম, যদি না সে নোবেল পুরুষ্কার পেত? অর্থনিতীতে যারা ব কলম তারাও জানতে আগ্রহী হলো অর্থনিতী বিষয়টা। এভাবেই বিকশিত হয় সংষ্কৃতি চর্চার অভ্যাস।

সম্প্রতি আমাদের দেশে "স্বাধীনতা পদক" ঘোষনা করা হলো, কিন্তু পদক প্রাপ্তদের নিয়ে এখন পর্যন্ত কোথাও তেমন কোন আলোচনা হতে দেখা গেল না। শুধু মাত্র গাফফার চৌধুরীর পদক বর্জনের খবরাটা আমার নজরে আসায় আমি জেনেছি "স্বাধীনতা পদক" দেওয়া হচ্ছে। আমি যতদুর জানতাম গাফফার চৌধুরীর সুযোগ সন্ধানী একজন কলামিস্ট। একদা কোন একটি আর্টিক্যালে তার সংক্ষীপ্ত জীবনী পড়ার সুযোগ হয়েছিল, বিস্মিত হয়েছিলাম তার বহুরুপী চরিত্র আবিষ্কার করে। গাফফার চৌধুরীর আর্টিক্যাল খুব পড়তাম এক সময়।

যখন ১৯৯৬-২০০১ এ আওয়ামীলিগ ক্ষমতায় থাকাকালীন রাজপথে রিভলবার উঁচানো ডঃ ইকবালের ছবি পত্রিকায় ছাপা হলো, তখন তিনি তার একটি লেখায় ঐ ছবিটি অস্বীকার করেছিলেন। তার পরও কয়েকটা লেখা পড়েছি। এখন তার লেখা দেখলে এড়িয়ে যায়, তিনি কি লিখতে চান জানা হয়ে গেছে। আজকে খুব জানতে ইচ্ছে হলো বাংলা সাহিত্যে তার অবদান কতটুকু ছিল যে তাকে স্বাধীনতা পদক দিতে হচ্ছে ? তার লেখা বই ঃ ১. Dan Pithe Shawkat (Sawkat, the daring kid), 1958 ২. Chandrodwiper Upakhyan (The Tale of Chandradwip, 1960) ৩. Nam Na Jana Bhore (The Nameless Dawn, 1962) ৪. Nil Jamuna (The Blue Jamuna, 1964) ৫. Shesh Rajanir Chand (The Late Night Moon, 1967). প্রাপ্ত পদক ঃ ১. Bangla Academy Award (1967) ২. Ekushey Padak ৩. UNESCO Award ৪. Bangabandhu Award. কাজের চাইতে পুরষ্কারের ওজন অনেক ভারী হয়ে গেল না? আমার কাছে তা ই মনে হয়েছে। বই গুলো কতটুকু সাড়া জাগিয়েছিল আমার জানা নাই।

এর একটাও কখনও কাউকে আলোচনা করতেও শুনিনি। তার সাহিত্য কর্মনিয়ে বিগত দিন গুলোতে কোন আলোচনা হতে শুনি নাই। বিগত (২০০৯-১৯৬৭)= ৪২ বছরে বাংলা সাহিত্যে তিনার কোন অবদান থাকলে পাঠক জানাবেন, প্লিজ। এই ৪২ বছর বাংলা সাহিত্য কি অন্ধকারে ছিল? দির্ঘদিন যাবৎ অন্ধের মত আওয়ামী বন্দনা ছাড়া তার কোন সাহিত্যকর্ম আমি দেখি নাই। তাই প্রশ্ণ জাগলো কৃতকর্মের জন্য পদক পেলেন না কি পদকের জন্য কাজ করছিলেন?
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।