হাতের লেখা ভালো, চেহারা ভালো না
(১)
মেঘের আছে জল
আকাশ তৃষনা মেটায়
ভয় দেখিয়ে মেঘ
তাই দৌড়ে পালায়
দৌড়ে পালায় মেঘ গুলি
আকাশ হয়ে
চোখ মেলে নীল সব দেখে
কষ্ট সয়ে
(২)
আমার আছে কস্ট
আমায় কেউ ডাকেনা
আমার বুকে জনম থাকে
তবু ঘর বাধেনা
ঘামের গন্ধ একটুও নেই
ঘ্রান আসেনা
বুকরে মধ্যে আদর মেখে
কেউ থাকেনা
(৩)
কস্ট আমার একখানে
স্বপ্নে যেন কে টানে
মুখের উপর রুমাল ঢেকে
আদর মাখায় সবখানে
তারে চিনিনা মুখ দেখিনা
স্বপ্ন হারায় নিরুদ্দেশ
স্বপ্নে হাসি, স্বপ্নে কাদি
...............................
( লাইনটা লিখতে ইচ্ছা করেনা। আপনি লেখেন!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।