আমার একটা পিসিতে ভাইরাস ধরেছে বলে মনে হচ্ছে।
প্রথমে দেখলাম পিসিটা ওপেন হচ্ছে না। তাই উইন্ডোজ রিইনষ্টল করার চেষ্টা করলাম কিন্তু প্রতিবারই ইষ্টালেসন শেষ পর্যায়ে সেভিংস পর্বে এসে আর কাজ করে না, পিসি হ্যাং হয়ে থাকে। ইষ্টালেশন কমপ্লিট করা যাচ্ছে না।
এখন যা বুঝা যাচ্ছে ভাইরাসের কারনে উইন্ডোজ রিপিয়ার করা যাচ্ছে না। এর সমাধান চাই।
এমন কোনো এন্টি ভাইরাস কি আছে যাতে করে পিসির ডস মোডে (উইন্ডোস না চলা সত্বেও) যেটা সিডি থেকে চালানো যাবে ও এন্টি ভাইরাস চালিয়ে পিসি ভাইরাস ক্লিন করা যাবে।
সিডি থেকে ডস মোডে চালানো কোন এন্টিভাইরাসের খোজ জানা থাকলে জানান। এবং কিভাবে ডস থেকে চালাব একটু বলে দিলে উপকার হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।