অ্যালুমিনিয়ামের তৈরি আধুনিক এ ওয়াল মাউন্টের সাহায্যে গ্যাজেটপ্রেমীরা যে কোনো পৃষ্ঠে সহজেই তাদের ডিভাইস আটকে রাখতে পারবেন। এ জন্য কৃত্রিম আঠা, লক বা সাকশন কাপের দরকার পড়বে না। বরং মাউন্টটির পলিথেলিন স্টিক প্যাড গ্যাজেটকে নিরাপদে রাখবে বলেই জানিয়েছেন নির্মাতারা।
এলেমাউন্ট উৎপাদন এবং বিতরণের জন্য কিকস্টার্টারের মাধ্যমে অগাস্ট মাসে শুরু হয় ১০ হাজার ডলার অর্থ সংগ্রহ অভিযান। ক্যাম্পেইন শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ওই পরিমান অর্থ উঠে এসেছে।
এ ক্যাম্পেইন আরও ৫৮ দিন চলবে বলে জানা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী, ক্যাম্পেইনের মাধ্যমে এলেমাউন্টের জন্য প্রায় এক লাখ ডলার সংগৃহীত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।