আমাদের কথা খুঁজে নিন

   

জেনেভায় গাড়ি প্রদর্শনী

একান্তই নিজের কিছু হাবিজাবি চিন্তাভাবনা । । ।
সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি এক গাড়ির প্রদর্শনীর আয়োজন করা হয়। এমন সময়ে এই প্রদর্শনীটির শুরু হল যখন পৃথিবীজুড়ে গাড়ি ব্যবসায় চরম মন্দাবস্থা বিরাজ করছে।

১৯০৫ সাল থেকে জেনেভায় এই প্রদর্শনীর আয়োজন হয়ে আসছে। যেখানে বিভিন্ন দেশের নামীদামী সব প্রতিষ্ঠানের তৈরি গাড়ির প্রদর্শন করা হয়ে থাকে। অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও গাড়ি নির্মাতারা দামী গাড়ি বানাতে কিছুমাত্র পেছপা হননি। ছবিতে ইতালিতে বানানো একটি গাড়ি পাগানি জোন্ডা দেখা যাচ্ছে। সাত দশমিক তিন লিটার ইঞ্জিন ক্ষমতার এবং ১২টি ভালভের অত্যন্ত ক্ষমতাসম্পন্ন এই গাড়ির মূল্য দুই দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার।

কার নির্মাতা বুগাটির ১০০ বছর পূর্তি উপলক্ষে 'ব্লিউ সেন্টেনেইর' নামের এই গাড়িটি বের করে তারা। ১০০১ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন এবং ১৬ সিলিন্ডার বিশিষ্ট এই গাড়ির দাম ধার্য্য করা হয়েছে দুই দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার। রিনস্পীড আইচেঞ্জ নামের একটি ইলেক্ট্রিক গাড়িকে দেখতে পারছেন ছবিতে। একটি বোতাম চাপ দেওয়া মাত্রই যার স্বচ্ছ ছাদটি সামনের দিকে খুলে চলে আসে। গাড়ির মোট আসনসংখ্যা তিন।

গাড়িতে লাগানো ১৫৩ কিলোওয়াট ক্ষমতার ইলেক্ট্রিক ইঞ্জিন এটাকে মাত্র চার সেকেন্ডের মধ্যে ১০০ কিলোমিটার/ঘন্টা গতি দিতে সক্ষম। গাড়িটার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘন্টায় ২২০ কিলোমিটার। মেলায় ভলভো তাদের সাতটি নতুন মডেলের পরিবেশবান্ধব গাড়ির প্রদর্শন করে। পরিবেশবান্ধব এই নতুন সিরিজের গাড়িগুলোকে নাম দেয়া হয়েছে 'ড্রাইভ'। প্রত্যেকটি গাড়িতে নতুন ধরনে ট্রান্সমিশন সিস্টেম লাগানো হয়েছে ডিজেল ইঞ্জিনের সাথে।

প্রদর্শনীতে রেনল্টের পরিবেশবান্ধব কনসেপ্ট কার যেডই দেখানো হয়। এর সবুজ রঙের জানালার বিশেষ বৈশিষ্ট্য আছে যা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্নি প্রতিরোধ করে। এর কারণে গাড়ির মধ্যে এয়ারকন্ডিশন ছাড়ার প্রয়োজন পড়বেনা। নিসানের বানানো নতুন মডেলের গাড়ি কাজানার কাছে যেন গাড়ির পাশে দাঁড়ানো লাস্যময়ী দুই ললনার সৌন্দর্য্যও ম্লান হয়ে গেছে। কাজানার মূল বৈশিষ্ট্য হচ্ছে এর আকৃতিকে প্রচলিত গাড়ির আকৃতির তুলনায় একটু আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

তথ্য এবং ছবিসূত্রঃ ইন্টারনেট
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.