গ্লোবাল ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিঅলের আহ্বানে বুধ ও বৃহস্পতিবার এই বৈঠক হয়। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ হিসাবে ইন্ডাস্ট্রিঅল তিন মাসের বেতনের সমপরিমাণ অর্থ চাইলেও পোশাক কোম্পানিগুলো তাতে রাজি হয়নি বলে বিবিসির খবরে বলা হয়।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সমন্বয়ক জেড এম কামরুল আনামকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে উপস্থিত নয়টি কোম্পানি ক্ষতিপূরণের বিষয়ৈ সিদ্ধান্তে পৌঁছাতে একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে মূলত তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রথমত, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন্সের আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ সংগ্রহ করা; আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা এবং এ কাজের সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন।
১২টি ক্রেতা প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম সংস্থার মধ্যস্থতায় এই বৈঠকে অংশ নিতে রাজি হলেও ২০টিরও বেশি নামকরা ব্র্যান্ড তাতে সাড়া দেয়নি। কারখানা মালিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন না।
ওয়ালমার্ট ও ম্যাঙ্গো রানা প্লাজা থেকে পোশাক সংগ্রহ করলেও তারাও যায়নি এ বৈঠকে।
গতবছর ২৪ নভেম্বরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীণ ফ্যাশনস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ১১২ শ্রমিকের মৃত্যু হয়। আর গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজা ধসে নিহত হন অন্তত এক হাজার ১৩০ জন, যাদের বেশিরভাগই ছিলেন পোশাক শ্রমিক।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশে প্রায় ৩৬ লাখ লোক এ খাতের সঙ্গে জড়িত। প্রায় ২০ বিলিয়ন ডলারের এই খাতের কর্মীদের অধিকাংশই নারী।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশি পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়। এরইমধ্যে গত জুলাইয়ে ৭০টি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান পোশাক কর্মীদের কর্মপরিবেশের মান উন্নয়নের লক্ষ্যে এদেশের পোশাক কারখানা পরিদর্শনের একটি পরিকল্পনায় সম্মতি দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।