জেনেভা সিটি সংস্কৃতি অধিদপ্তর ও বিশ্বের বিভিন্ন দেশের মোট ২০০ সহযোগীর আয়োজনে অনুষ্ঠিত এবারের উৎসবের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার চলচ্চিত্র’। উৎসবের ৭টি শাখায় লড়াই করবে বিশ্বের বিভিন্ন দেশের ১০০ চলচ্চিত্র।
‘আকাশ কত দূরে’ সামিয়া জামান পরিচালিত দ্বিতীয় সিনেমা। চলতি বছর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহানা শাহরিন ফারিয়া ও অঙ্কন।
তাদের অভিনীত চরিত্রের নাম পরী ও বিচ্ছু।
সিনেমাতে দেখা যায়, শৈশবে মা-বাবাকে হারিয়ে পরী ক্ষুধার তাড়নায় ভিড়ে যায় ছিনতাইকারী চক্রে। ওস্তাদের ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠে সে। কয়েক বছর পর ছোট্ট মেয়ে পরী হয়ে ওঠে ছিনতাইকারী দলের নেত্রী। এতিম শিশুদের নিয়ে সে গড়ে তোলে ‘গ্যাং’।
ঠক-জোচ্চোর হলেও পরম মমতায় সে আগলে রাখে দলের শিশুদের। বাবা-মাহারা বিচ্ছুও পরীর ভক্ত হয়ে ওঠে। পরীর দল ভারী হতে থাকে। কিন্তু হঠাৎ একদিন বিবেকের তাড়নায় পরী ফিরে আসতে চায় সুস্থ জীবনে। অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার এ গল্প নিয়েই ‘আকাশ কত দূরে’।
সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ এবং মিশা সওদাগর। ইবরার টিপু ও বেলাল খানের সংগীত পরিচালনায় সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, কণা, বেলাল খান, খেয়া, প্রান্তি প্রমুখ।
১৯৮৬ সালে চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলামের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সামিয়া। তার নির্মিত প্রথম সিনেমা ‘রানি কুঠির বাকি ইতিহাস’ ২০০৬ সালে মুক্তি পায়। এরপর তিনি গড়ে তোলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সা মিডিয়া।
২০০৯ সালে সরকারি অনুদান পাওয়া ‘আকাশ কত দূরে’ সিনেমাটি ভার্সা মিডিয়া থেকে নির্মিত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।