আমাদের কথা খুঁজে নিন

   

তৈরী করুন ব্যাটারী বিহীন বেতার মাত্র পাঁচ মিনিটে। এতে খরচ হবে মাত্র দশ টাকা।

www.eee-lab.com

তৈরী করুন ব্যাটারী বিহীন বেতার মাত্র পাঁচ মিনিটে। এতে খরচ হবে মাত্র দশ টাকা। যা যা লাগবেঃ- ১. ক্রিষ্টাল ডায়োড। ২. স্পীকার ২ ওহম একটি। ৩. গুনা তার দশ ফুট।

ক্রিষ্টাল ডায়োডের পজিটিভ অংশের সঙ্গে স্পীকারের এক প্রান্ত এবং ক্রিষ্টাল ডায়োডের অপর প্রান্তের সঙ্গে স্পীকারের অপর প্রান্ত লাগাতে হবে(ক্রিষ্টাল ডায়োডের যে প্রান্তে লাল রঙের দাগ আছে সেটা পজেটিভ)। ক্রিষ্টাল ডায়োডের পজিটিভ প্রান্তে গুনা তার এর ছয় ফুট কেটে লাগাতে হবে। তারের এক প্রান্ত জানালার গ্রিলের সাথে লাগাতে হবে। ডায়োডের আরেক পাশের সঙ্গে গুনা তারের বাকি চার ফুটের এক প্রান্ত লাগিয়ে অপর প্রান্ত মাটিযুক্ত যে কোন টবে বা মাটিযুক্ত যে কোন কৌটার ভেতরে গেঁথে দিতে হবে। এবার স্পীকারটি কানে লাগালে বোঝা যাবে কি চমৎকার গান।

যেভাবে কাজ করে- ক্রিষ্টাল ডায়োডের মূলকাজ হচ্ছে ওই এলাকার রেডিও ওযেভকে অডিও ওয়েভে রুপান্তর করা। অর্থাৎ স্পীকারের মাধ্যমে গানটি শোনার ব্যাবস্থা করা। গুনা তার এন্টেনার কাজ করে। স্পষ্ট আওয়াজ পেতে হলে ডায়োডের পজিটিভ অংশের তার লম্বা হলে ভাল হয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আর ক্রিস্টাল ডায়োড পাবেন সুইমিং পুল মার্কেটের পেছনের দোকান গুলোতে, ওখানে দেখাশোনা নামের একটা দোকানে এগুলো ভালো পাওয়া যাবে, দাম পড়বে ১০-২০ টাকার মধ্যে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.