আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের ইতিহাস: ড.জাফর ইকবালের লিখায়


" মুক্তিযুদ্ধের ইতিহাস " শিরোনামে ড.জাফর ইকবাল খুব সরল ভাষায় ও সংকলিত রূপে একটা বই লিখেছেন.... বইটা মাত্র ২০ পৃষ্ঠায় তাই স্বাভাবিকভাবেই সবকিছু বিস্তারিত আসেনি, শুধু সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা এসেছে...... কিন্তু তিনি ঠিকই সূত্রটি লিখে দিয়ে দিয়েছেন কোথায় সংক্ষিপ্ত বর্ণনাটি বিস্তারিত রূপে পাওয়া যাবে...... আমি পরে সময় করে সবগুলো সূত্র আলাদা একটি পোস্টে লিখে দিব......... আপাতত যে কারনে ব্লগটি লিখা তা হল, বইটার ৮ম পৃষ্ঠায় তিনি লিখেছেন: "তার ( বঙ্গবন্ধুর ) ঘোষণাটি ( স্বাধীন বাংলাদেশ এর ) তৎকালীন ই.পি.আর -এর ট্রান্সমিটারের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ল" ....... যখন ঘোষণাটি প্রচার হয় তখন মধ্যরাত পার হয়ে গেছে তাই আমাদের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ..... আমার খারাপ লেগেছে জায়গাটি...... বঙ্গবন্ধুর নির্দেশে জেনারেল জিয়া ঘোষণাপত্রটি পাঠ করেন এটা উল্লেখ করা উচিত ছিল...... কারন এটা যেনতেন ঘোষণা ছিলনা যে, ঘোষকের নাম উল্লেখ করা অত গুরুত্বপূর্ন নয়........ এই জায়গাটি বাদে পুরো বইটি অসাধারন....... আমি আমার সবকয়টা পিচ্চি কাজিনকে বইটা পড়তে দিব......মুক্তিযুদ্ধের উপর লিখাগুলো ছোটদের জন্যেও সমান করে উপযোগী.....জাফর ইকবালের কাছে আমরা এমনটাই আশা করি ও তার মান রেখেছেন.... আমার কাজিনগুলোকে বিশেষ করে সবকয়টা সারমেয় রাজাকার সম্পর্কে শিক্ষা দিব..... নতুন প্রজন্মকে আমাদের রাজাকারের হাত থেকে নিরাপদ রাখতে হবে...... পরিশেষে, আপনাদেরকে অনুরোধ করব মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বই শেয়ার করুক..... আমরা ২য় বি্শ্বযুদ্ধের অনেক যুদ্ধের সিনেমা দেখেছি , অবাক হয়েছি তাদের বীরত্বে..... সেরকম বীরত্ব আমাদের মুক্তিযোদ্ধারাও দেখিয়েছেন এটা নতুনদের জানানো আমাদের পবিত্র দায়িত্ব....... ভালো থাকবেন সবাই....... কাল বাসায় যাচ্ছি........ আগামী একমাস ব্লগে নাই আমি......... ***** কোন রাজাকার / রাজাকারদের প্রতি সহানূভূতিশীল সারমেয় আমার ব্লগে কমেন্ট করবেন না
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.