আমার জীবন একটা , একটা জীবনে একজনকেই চাই ..........তার নামটা না হয় না ই বললাম ....... মাগো আমি আর কাদতে চাইনা চোখের জল মুছতে মুছতে তোর আকুতি আর দেখতে চাইনা ভোরের কাক ডাকা সকাল ও বলুক , আমি কাদতে চাইনা : আত্মহত্যা করতে চাই । " আমি আত্মহত্যা করতে চাই , শাহবাগ স্কয়ারের সামনে তিব্বতীরা তাদের ভুখন্ডের দাবিতে যেখাবে পেট্রোল দিয়ে নিজের শরীর ঝলসে ফেলে । তার চেয়েও ভয়ঙকর ভাবে আমি আাত্মহত্যা করতে চাই । রাজকারের ফাসি হবেনা , তাতে কি ? আমার দেহ খানা চলে যাক ফাসির দাবিতে । আমি তো যুদ্ধ দেখিনি , দেখেছি শাহবাগ ! এই শাহবাগ্ই হোক আমার শেশ কীর্তির স্থান আমার মৃত দেহ দেথে রাজাকারের দেহ ভয়ে শিউরে উঠুক । । শাহবাগের প্রতিটি তরুণের মুখে গর্জে উঠুক রাজাকারের ফাসির দাবি । - নুরুল ইসলাম য়াফিক সম্পাদক, ত্রৈমাসিক রংধনু চট্টগ্রাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।