ভেনেজুয়েলায় ১৪ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের অংশবিশেষ পুনরায় গণনা করবে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ঘোষণায় দেশটির নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট তিবিসে লুসেনা বলেন, ৬ মে শুরু হবে এই গণনা। বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
তিবিসে লুসেনা টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, বিরোধী দলের নেতা হেনরিক ক্যাপরিলেস সব ভোট গণনার যে দাবি তুলেছেন, তা পূরণ করা অসম্ভব। তিনি জানান, কেবল বিতর্কিত কয়েকটি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হবে।
৬ মে থেকে শুরু হয়ে এই গণনা চলবে আগামী ৪ জুন পর্যন্ত।
নির্বাচন কমিশনের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন ক্যাপরিলেস। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ক্যাপরিলেস মন্তব্য করেন, ‘ভেনেজুয়েলার মানুষকে আবার তারা বোকা ভাবছে! সব না গুনে এই গণনা করা হবে স্রেফ ধাপ্পাবাজি!’
এই নির্বাচন বাতিল ঘোষণা করে আবার নির্বাচনের আয়োজন করার নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন বলেছেন ক্যাপরিলেস।
দীর্ঘ দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর চলতি বছরের মার্চ মাসে মৃত্যুবরণ করেন ভেনেজুয়েলার বিপ্লবী নেতা হুগো চাভেজ। তাঁর মৃত্যুর পর প্রেসিডেন্টের পদটি শূন্য হয়ে পড়ায় ১৪ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে খুব অল্প ব্যবধানে বিরোধী প্রার্থী হেনরিক ক্যাপরিলেসকে পরাজিত করেন চাভেজের মনোনীত প্রার্থী নিকোলা মাদুরো।
নির্বাচনের ফল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করেন ক্যাপরিলেস। নির্বাচনের সময় কারচুপি হয়েছে দাবি করে তিনি তখন থেকে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আসছেন। তাঁর এ দাবিকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এই বিতর্কের মধ্যে ১৯ এপ্রিল নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।