যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তন হবে এটা পুরাতন কথা। কিন্তু কি হবে নতুন নাম? ভারতীয় সীমান্ত প্রহরীদের নাম "বর্ডার সিকিউরিটি ফোর্স" বা সংক্ষেপে বিএসএফ। সাধরনত ইমেজ সংকটকালীন সময়ে ব্রান্ডিং এর দিকে নজর দিয়ে থাকে প্রতিষ্ঠান - নতুন নাম, নতুন উদ্যম। দুই লাখ বিশ হাজার সদস্যের বিএসএফের বিপরীতে চল্লিশ হাজার সৈনিকের বিডিআর বাংলাদেশের সীমান্ত পাহারায় সফল ও সাহসী ভূমিকা রেখে এসেছে। কিছু বিপথগামীর হত্যাযজ্ঞে বিডিআর এর নৈতিক মনোবল ভেঙে পড়ায় পুনর্গঠন অত্যাবশ্যক, সেই সাথে খোলনলচে পাল্টানো।
এর ধারাবাহিকতায় নিরাপত্তা বাহিনীর নাম, কাঠামো ও আইনে আসবে ব্যাপক পরিবর্তন - ভাবতেই পারে সরকার।
কিন্তু নতুন নাম কি হবে?
"বাংলাদেশ রাইফেলস" নামের সীমাবদ্ধতা রয়েছে যে সেটা নামেই পরিস্ফুটিত। সীমান্ত রক্ষার কোন উদ্দেশ্য বিধৃত নেই এই নামের ভিতরে। কেমন যেন বাংলাদেশের অস্ত্রসস্ত্র এমন একটা অর্থ এসে পড়ে, যারা নিয়োজিত হতে পারে যেকোন কাজেই - যেখানে অস্ত্র ও শক্তির প্রয়োগ অবশ্যম্ভাবী। কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষীরা কেবল সীমান্ত সুরক্ষিত রাখবে এটাই কাম্য।
নতুন নামের ভিতরে থাকবে সীমান্ত রক্ষার বার্তা এমনটি ভাবাই প্রত্যাশিত। "বাংলাদেশ বর্ডার রাইফেলস" হতে পারে। সেক্ষেত্রে সংক্ষিপ্ত রূপটি হবে "বিবিআর"। বিডিআর থেকে লৈখিক অবকাঠামোতে খুব সহজেই বিবিআর বসিয়ে দেয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।