তরুণ ব্লগার ০১৭১৯২৩২০১২
বিঃ দ্রঃ শিরোনামে ফ্রন্টে কিছু ভূল ছিল বলে দুঃখিত। এখন সংশোধিত হলো।
বি ডি আর বিদ্রোহ নিয়ে প্রথম দিনের আমার লেখাকে যারা বানোয়াট ও ভিত্তিহীন বলে ছিলেন তারা এখন কোখায়?
বি ডি আর বিদ্রোহের মূলে যে অদৃশ্য একটা শক্তির ইন্ধন ছিল তা আজ স্পষ্ট। আমাদের গোয়েন্দা সংস্থা যদিও আজ অন্ধকারের অতল সমুদ্রে ঘুমিয়ে রাত্রি যাপন করছে সেখানে আর্ন্তজাতিক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তো আর ঘুমিয়ে থাকতে পারে না? তাদের দেয়া তথ্য থেকে একটি বিষয় আজ সুস্পষ্ট ভাবে বেরিয়ে এসেছে অর্থাৎ বি ডি আর বিদ্রোহের আসল উদ্দেশ্য শুধু তাদের দাবীদাওয়া আদায় করা নয়..! তাদের মূল টার্গেট ছিল ২৪ ফেব্রুয়ারী পেরেড গ্রাউন্ডে বাংলার যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা এবং গত দু' বছরের আলোচিত ব্যাক্তি মইন উ আহমেদ কে হত্যা করা। আর এই কঠিন কাজকে সহজ করার জন্য জামাতে ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত থাকতে পারে বলে সিএনএন একটি তথ্য দিয়েছেন........। সেদিন কি ঘটেছিল দরবার হলে জনমনে প্রশ্নের রেস আজও কাটে নি। লাল কাপড়ে মুখ ঢাকা লোক গুলো কে ছিল ? কি পরিচয়ে তারা সেদিন প্রবেশ করে ছিল দরবার হলে? তাদের সাথে বিদ্রোহী বি ডি আরদের কি সম্পর্ক ছিল? কি করে ২০ জন যুবক সেদিন ৪নং গেট দিয়ে ভেতরে প্রবেশ করে? কি করে মুখ ঢাকা অবস্থায় তাদের কমান্ডিং মেনে নেয় বিদ্রোহী বিডিআররা? যুদ্ধাপরাধীদের একটি চক্র এর সাথে জড়িত আছে বলে আজ সাধারন মানুষ মনে করছে! যখন ডিজিটাল বাংলা গরাঢ় দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে মহাজোট সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের কাজ চলছে তখন এর বেগ কে গতিহীন করার জন্য বিডিআর বিদ্রোহ হয়েছে বলে সাধারন জনগনের ধারনা। জাতি আজ হারিয়েছে শক্তি হারিয়েছে মেধা ও বিবেক। ক্ষতি হয়েছে অপূরনীয়! কি শাস্তি হওয়া উচিত এই খুনিদের যুদ্ধাপরাধী এই চক্রের ........................? নিহত সেনা কর্মকর্তা ও নিহত সকল মানুষের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিদায় নিলাম......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।