আমাদের কথা খুঁজে নিন

   

দেশের ১২টা বাজার পর আর কি ?????????



সত্যই খুব কষ্ট লাগে, দেশের জন্য,একটা স্বাধীন দেশ,স্বাধীন সকল প্রতিষ্টান---সবাই নাকি অবাক । এত বড় একটা বিডিআর বিদ্রাহ হয়ে গেল তাও আবার যারা রক্ষক তাদের মধ্যে । আর নাকি দেশের কোন গয়েন্দা বিভাগ কিছুই জানেনা । আসলে কি দূরভাগ্য এদেশের,এ জাতীর । আমাদের জাতীয় জীবনের যে ক্ষতিটা হয়ে গেলো তা পুরুন হবে কোথায় থেকে ।

টাকা গেলে টাকা পওয়া যায় । কিন্তু যে অফিসারশুলো আজ জাতী হারালো তার কি হবে ?। জানি বিচার হবে, কঠিন বিচার হবে । আর বিচার হওয়া দরকার । আমার মনে হয়, সেই সঙ্গে দেশের গয়েন্দা বিভাগ গুলোকে আরও সজাগ হওয়া খুব বেশী দরকার ।

নয়ত এভাবে দেশের ১২টা বার বার বাজবে । আর এভাবে দেশের ক্ষতি হতে থাকলে কি হবে?সেটাতো বুঝতেই পারছেন । একবার আপনিই চিন্তা করে দেখুন সেদিনের বিদ্রাহর পরিকল্পনা কি আগে থেকে ছিল না ????????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.