আমাদের কথা খুঁজে নিন

   

হতাশা বনাম ছোট্ট পাতা ...



মানুষ বড় অদ্ভুত ... একজন দৌড়ায়, তো সবাই দৌড়ায় ... একজন দাড়ালে আবার সবাই দাড়িয়ে ভিড় করে। অথচ একজন আহত হলে?? তখন কিন্তু সবাই আহত হয় না । সবাই আহত জাত-ভাইকে বাঁচাতেও যায় না । দুর থেকে দ্যাখে। মুঠোফোনে বড় গলায় বিভিন্ন জনার গোষ্ঠি উদ্ধার করে ।

বড় অদ্ভুত না ব্যাপারটা? আমি ছাপোষা মানুষ, প্রতিদিন পেটের টানে ঘর ছাড়ি, পেটের টানেই ফিরে আসি। আমার কাছে আমার চারদেয়ালের ঘরটাই আমার দেশ। আমার এই নীল দেয়ালের দেশের সবাই ভালো থাকবে - সব কিছু ঠিক থাকবে এটাই নিয়ম। তাই বলছি, তোমরা সবাই যখন দৌড়াও তখন তাল মিলাতে না পেরে আমার স্কুল ফেরত ছোট্ট মেয়েটা যদি তোমাদের কারো পায়ের কাছে পরে যায়, ওকে পাড়িয়ে যেও না। কোলে তুলে যদি দৌড়াতে না পারো, অন্তত পথের পাশে ফুটপাতের কোনায় উঠিয়ে রেখে যেও।

আমার মেয়েটা মরে গেলে ওর নাম-না জানা কুড়িয়ে পাওয়া লতানো চারা গাছটায় পানি দেবার যে কেউ থাকবে না । আমার মেয়েটা মরে গেলে ওর লতা গাছটাও মরে যাবে। লতা গাছটা মরে গেলে আমার ঘর থেকে সবুজও যে হারিয়ে যাবে। সবুজ না থাকলে বাচঁবো কি করে বলো ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।