হায়রে! আজ অত্যাচারী বুক ফুলিয়ে গর্বে চলে যায়রে! আজ ভিরু মনে সাহস দিতে কেউ দাড়াবার নাইরে। আজ চোখ বুজে সব গর্তে পড়ে, হাত কারো নেই খোলা। আজ মিথ্যেটাকে সত্যি করে সবাই আত্মভোলা। আজ হাঁসছে না কেউ প্রাণটা খুলে, হাঁসছে সবাই মেকি। আজ সব কিছুতেই হচ্ছে ভেজাল, সব কিছুতেই ফাঁকি। আজ মনটা সবার নিজের তরে, হচ্ছে না কেউ আপন, আজ বিত্তশালী পকেট ভরে অর্থ করে ওজন। আজ গরীব-দুঃখী মরছে ক্ষুধায় তপ্ত হৃদয় জলছে। আজ মরণ খেলায় লড়ছে সবাই জীবন করে মিছে। আজ দুর্বলের রক্ত পানি শক্তিশালী খায়রে জগতটা আজ যাচ্ছে কোথায়! হায়রে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।