আমাদের কথা খুঁজে নিন

   

উঠতে হতাশা, বসতে হতাশা, ঘুমাতে গেলে হতাশা

............................................ অনেক ক্ষেত্রেই আমি নিজের ব্যাপারগুলো খেয়াল করে দেখেছি আমি খুবই আনলাকী একজন মানুষ। ধরা যাক, সারা বছর আমি মোটামুটি পড়ালেখা করলাম এবং সব মিলিয়ে মোটামুটি ভালো পারফরম্যান্সই থাকলো। কিন্তু ফাইনাল পরীক্ষার আগে দেখা যাবে আমার এমন কিছু একটা হয়ে যাবে যে আমি ঠিকভাবে রিভিশন দিতে পারবো না। পরীক্ষার আগে আমার দুই ধরনের সমস্যা হয়। এক, মনটা এমন উড়ু উড়ু হয়ে যায় যে পড়ায় পরিপূর্ণ মনোযোগ আসে না।

দুই, মাথায় চিনচিনে একটা ব্যাথা করে আর খুব ঘুম পায়। এই সমস্ত সমস্যার কারণেই রেজাল্টের অবস্থা করুণ হয়ে যায়। পড়ালেখায় ফাঁকি দিয়েও দেখেছি আমি। আমি একটু ফাঁকি দিলে সেটার জন্য অনেক মাশুল দিতে হয়। অথচ যারা ফাঁকি দিবে মন মতো তারা আমার তুলনায় ভালোই থাকবে।

আমি সব বিনোদন বিসর্জন দিয়ে পড়ালেখা করেও দেখেছি শেষ পর্যন্ত ভালো কিছুই হয়না আমার। আজকাল আমার ইচ্ছে করে পড়ালেখা ছেড়ে দিতে। ছেড়েই দিতাম কিন্তু ছাড়তে পারিনা কারণ পড়ালেখা ছাড়া আমার কোনো কাজ নেই তাই। পড়ালেখা ছেড়ে দিলে তো করার কিছুই থাকবে না পড়ালেখার কথা ভাবলে বের হয়ে আসে শুধুই দীর্ঘশ্বাস। এতো টেনশন আর সহ্য হয়না নিজে বাঁচিনা নিজের জ্বালায়, এর মধ্যে আবার নতুন নতুন জ্বালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.