আমাদের কথা খুঁজে নিন

   

রক্ত দিয়ে লেখা ভালবাসার চিঠি ,



একটি দুর্লভ প্রেম পত্র ************** একটি দুর্লভ প্রেম পত্র ********* পরিবেশ বন্ধু হে হৃদয়েশ্বরি , তোমায় নাগাল পাইনি কিন্তু ছুঁয়েছি তোমার মন । এত ভালবাসা যেথা সঞ্চয় রয় সেথা রেখেছ মোরে দিয়ে অধিকার , করেছ আপন । ধন্য আজি ভোরের সূর্য উটার সুদ্ধতা লয়ে , রাঙ্গায়েছি এই আমি নিরব ও গহনে সুখের বাসর । । আকাশের ঘন নীল ছুঁয়ে এনেছি চাঁদের জোছনা , আর তারাদের মিটি মিটি হাসি , আর অন্ধকারে মিশে যাওয়া ক্ষন , কল্পনার রাজ্য হতে দুরন্ত পংকিরাজে চড়ে মুহূর্তে হারিয়ে যাওয়া , খুজে খুজে অসীম অজানায় স্বপ্ন বুনা , কত অজানাকে করে জয় , নিজেকেই দেখি তোমার পাশে ।

। হে মন মোহনি , সাগরের তরঙ্গে উত্তাল ঢেউ , গভীর ফেনিল শুভ্রতায় জল কেলি যেমন বালুকা বেলায়, এসে ছুঁয়ে যায় , বারেবার দেখি এই সে হৃদয় তোমারই কাননে স্বপ্ন বিলায় । । সাত রঙিন পাখনা মেলে , ফুলের সৌরভে মৌ যেমনি আবেশে এঁকে দেয় চুমু , তেমনি তোমার বিশ্রিত দিলে দেখি জাগ্রত আমি ঝর্ণার মত অবিরত দ্বারায় কর্ণে ভাসে সেই পদধ্বনি , আর উল্লাসে ভাসে সেই কথা মালা ,বৃষ্টির শব্দের মত হাতের কাকন বাজে রিনিঝিনি । ।

জোনাকির আলোয় ঝিলমিল বন পথ , আধার ফুঁড়ে শুন্যতা হতে সাদা সফেদ মেঘ এর রাজ্য থেকে আসে ভয়াল আওয়াজ , আমি তোমায় ভালোবাসি , অনেক অনেক অনেক এবং নয়নের আলোয় , সেই তোমার ছবি আঁকা হয়ে যায় । । গন্ধ ছড়ায় বুকের এই হৃদ কাননে । । প্রেমের রানী হয়ে থাক এই নীড়ে সব দিন সব ক্ষনে , আশার প্রদীপ হয়ে , মনোরঞ্জনে তব রাঙাও আমায় ।

। ভুলনা প্রিয়া । । তোমারই চেনা মুখ । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.