আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ পলিটিক্স ২ : যেভাবে সামহোয়্যারে অস্থিরতা সৃষ্টি করা হয়, প্রেশার তৈরির পরিকল্পনা হয়

http://banglablogpolitics.blogspot.com

(স্ক্রিনশটটি বড়ো আকারে দেখার জন্য এখানে ক্লিক করুন) আমাদের অনেকেরই ব্লগিংয়ে হাতেখড়ি হয়েছে সামহোয়্যারইন...ব্লগে। সেই শুরু থেকে আজ পর্যন্ত আমরা সবাই পড়েও আছি এই ব্লগে। সুখে-দুঃখে-শান্তিতে-সংগ্রামে। ইন্টারনেটে সহজে বাংলা লেখার সুযোগ আমরা এই ব্লগেই পেয়েছিলাম। পুরোপুরি অলাভজনকভাবে ব্লগটি আজ প্রায় তিন বছর ধরে চলে এখন বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগে পরিণত হয়েছে।

এর মধ্যে কর্তৃপক্ষের নানা ঘাটতি ছিল, সীমাবদ্ধতা ছিল। তারপরও আমরা যেভাবেই হোক না কেন বাংলাভাষায় ব্লগিংয়ের একটি চমৎকার প্ল্যাটফর্ম পেয়েছি। প্রতিদিনই এখানে নতুন নতুন মুখ ব্লগে আসছে। পুরনো ব্লগারদের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে। সবমিলিয়ে একটি প্রাণবন্ত পরিবেশই এখানে আছে বলা যায়।

কিন্তু অল্প কয়েকজন লোক শ্রেফ নিজেদের হীন স্বার্থে কিছুতেই চায় না সামহোয়্যারইন ব্লগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক। তারা কৌশলে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে। সাধারণ ব্লগারদের উত্যক্ত করে। প্রতি ঋতুতে ব্লগ ত্যাগের হুমকি দেয়, যেন তারা গেলে ব্লগ ধূলিসাৎ হয়ে যাবে। আসলে সামহোয়্যারইনের একটা অদম্য আকর্ষণ আছে।

আসলে এখান থেকে কেউ কখনো যায় না। যারা যাওয়ার ঘোষণা দেয়, তারা ঠিকই অন্য নিকে ফিরে আসে। ব্লগের শুরুর দিকের একজন ব্লগার চোর ঘোষণা দিয়ে ব্লগ ছেড়েছিলেন। কিন্তু পরদিন থেকে তিনি অন্য নিকে সামহোয়্যারে ঠিকই ছিলেন। ব্যাপার না।

আজকের পর্বে দেখুন সামহোয়্যারকে ধ্বংস করার লক্ষ্যে এ-টিমের একটি পরিকল্পনা। ইতিহাসের কী নির্মম পরিণতি। এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন তাদের কারো ব্লগ বাতিল হয়ে গেছে, কেউ পোস্ট ব্যাকআপের হুমকি দেয়, কেউ হ্যাকার-স্ক্রিপ্ট কিডির ব্যর্থ পূর্ণদৈর্ঘ্য নাটক রচনা করেন, মুখোশ উন্মোচন হয়ে যাওয়ায় কেউ আবার এ-টিম সদর দফতরের ডাইহার্ড পুরনো যোদ্ধাকেও অস্বীকার করেন, আবার কেউ দিনের পাঁচ ওয়াক্তে পাঁচবার খাবারদাবার পিঠাঘরের অ্যাডভার্টাইজ করছেন। স্ক্রিনশটটি দেখুন। বিশ্লেষণ করুন।

ভেবে দেখুন, কাদের খেলার পুতুল হয়ে আছি আমরা সবাই? বিচার আপনার হাতে। তারপরও হাসিবের ব্লগ বাতিল হোক- তা চাই না। লেখাটি একইসঙ্গে বাংলা ব্লগ পলিটিক্স ওয়েবসাইটে প্রকাশিত হল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.