মানুষের অদ্ভুত পোশাক-আশাক আর চালচলনের বিচিত্রতার শেষ নেই।
লম্বা দাড়িতে বিভিন্নরকম অাঁচড় কেটে নানান নকশা ফুটিয়ে তুলে বিশ্বের সবচেয়ে সুন্দর দাড়ির খেতাবটি রয়েছে জার্মানির এলমার ওয়েইসারের কাছে। ৪৭ বছর বয়স্ক ওয়েইসারের অদ্ভুত দাড়িতে এমন সব অাঁচড় কেটে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে যে, তা একদিকে যেমন হাস্যরস তৈরি করে তেমনি অবাক করে দেয় যে কাউকে। নরওয়েতে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড বিয়্যারড অ্যান্ড ম্যাসটাশ চ্যাম্পিয়নশিপ'-এ বিভিন্ন দেশের ১৬০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দাড়ির পুরস্কার জেতার পরপরই তার নাম ছড়িয়ে যায় সারা বিশ্বে।পেশায় নরসুন্দর ওয়েইসার ২০০৫ সালে বার্লিনের 'ব্র্যান্ডেনবার্গ গেট' এর আদলে দাড়ি রেখে প্রথম হয়েছিলেন। ২০০৭ সালে ওয়েইসার লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে দাড়ি রেখেছিলেন। সেবারও তার ঝুলিতে জমা পড়েছিল প্রথম পুরস্কারটি। অনেকেই যেনে অবাক হবেন যখন তার দাড়িকে সাধারণ অবস্থায় রাখা হয় সেটা তার কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।