http://banglablogpolitics.blogspot.com
(স্ক্রিনশটটি বড়ো আকারে দেখার জন্য এখানে ক্লিক করুন)
সারওয়ার চৌধুরী এই ব্লগে গল্প লিখতেন, কবিতা লিখতেন, মাঝে মাঝে প্রবন্ধ-নিবন্ধও। ধর্মপ্রীতি ছিল তার, তবে তাকে আমার কখনো ধর্মান্ধ মনে হয়নি। চেনা কিছু মুখের নিয়মিত অত্যাচারও চরম ধৈর্য নিয়ে সয়ে যেতেন। হঠাৎই একদিন দেখা গেল, তার পুরো ব্লগই বাতিল হয়ে গেছে। ব্লগ মুছে দেওয়া হয়েছে।
আমরা জানলাম, মৎস্যকন্যা নামের এক নিকের সঙ্গে নাকি তার কী কী যেন হয়েছে। এর ফলস্বরূপ তার পুরো ব্লগই বাতিল। কর্তৃপক্ষের তাতে দোষ ছিল না। একটি চক্র তাদের ক্রমাগত ভুল বুঝিয়েছে, ভুল তথ্য দিয়েছে, মিথ্যা তথ্য সরবরাহ করেছে। তাতে বিভ্রান্ত হয়ে একপর্যায়ে দেখা গেল সারওয়ার চৌধুরীর ব্লগ আর নেই।
সেই ব্লগে কয়েকশত লেখা ছিল তার। একজন লেখকের সন্তানসম লেখাগুলোর সবই একদিন হাওয়া হয়ে গেল।
(স্ক্রিনশটটি বড়ো আকারে দেখার জন্য এখানে ক্লিক করুন)
নেপথ্যে পুরো কলকাঠি নেড়েছে এই ব্লগেরই কিছু চিহ্নিত মুখ। মফস্বলের এক কবি মৎস্যকন্যা নিকে মেয়ে সেজে পুরো কাজটি করেছিল। তাকে সহায়তা দিয়েছিলেন একজন "জনপ্রিয় ব্লগার" ও একজন প্রবাসী ব্লগার।
ইতিহাসের কী নির্মম পরিণতি। আজ সেই মুখগুলোর কারো ব্লগ বাতিল হয়ে গেছে, কেউবা পোস্ট ব্যাকআপ করছেন, আবার কেউবা প্রতি ওয়াক্তে খাবারদাবারের পোস্ট দিচ্ছেন।
স্ক্রিনশটগুলো দেখুন। বিশ্লেষণ করুন। ভেবে দেখুন, কাদের খেলার পুতুল হয়ে আছি আমরা সবাই? বিচার আপনার হাতে।
তারপরও হাসিবের ব্লগ বাতিল হোক- তা চাই না।
লেখাটি একইসঙ্গে বাংলা ব্লগ পলিটিক্স ওয়েবসাইটে প্রকাশিত হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।